প্রতিবেদন : অনূর্ধ্ব ২৩ যুব ফুটবল লিগে প্রথম পরাজয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল। সোমবার কল্যাণী স্টেডিয়ামে জামশেদপুর এফসির কাছে ২-৩ গোলে হেরে গেল লাল-হলুদ। ম্যাচের ২১ মিনিটে অতুল উন্নিকৃষ্ণনের আত্মঘাতী গোল পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে জামশেদপুরের দ্বিতীয় গোলটি করেন চাওংথু। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরে এসেছিল ইস্টবেঙ্গল। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান লাল-হলুদের হিমাংশু জাংরা।
আরও পড়ুন-নাইট অধিনায়ক নীতীশ, অপেক্ষা শ্রেয়সের জন্যও
পাঁচ মিনিট পরেই ফের পেনাল্টি থেকে গোল করে ২-২ করে দিয়েছিলেন হিমাংশু। ওই সময় লাল কার্ড দেখেন জামশেদপুরের গোলকিপার মোহিত ধামি। ফলে বাকি সময় জামশেদপুরকে ১০ জনে খেলতে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও জয় ছিনিয়ে নেয় তারা। ৭৬ মিনিটে জামশেদপুরের হয়ে জয়সূচক গোলটি করেন ময়রাংথেম। এরপর অনেক চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি ইস্টবেঙ্গল। বুধবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে লাল-হলুদ।