দেশে ৫ রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও মিজোরামে মিটেছে ভোট। বাকি রয়েছে ফলয়াফল প্রকাশের। এই সব রাজ্যের ভোটের ফল প্রকাশিত হওয়ার কথা ছিল আগামীকাল ৩ ডিসেম্বর। তবে এই দিন ৫ রাজ্যের ফল প্রকাশ হচ্ছে না। ৩ ডিসেম্বর ফল প্রকাশ হচ্ছে শুধুমাত্র ৪ রাজ্যের। বাকি একটি রাজ্য মিজোরামে (Mizoram- Counting date) ভোটের রেজাল্ট বেরোবে ৪ ডিসেম্বর অর্থাৎ সোমবার।
কিন্তু কেন ৩ ডিসেম্বর ফল প্রকাশ হচ্ছে না মিজোরামে?
জানা গিয়েছে, মিজোরামের (Mizoram- Counting date) বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের তরফে গণনার দিন পরিবর্তনের আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ৩ ডিসেম্বর রবিবার মিজোরামবাসীর কাছে বিশেষ দিন। ফলে এই রাজ্যের বিভিন্ন সংগঠনের তরফে গণনার দিন পরিবর্তনের আবেদন জানানো হয়েছিল। তাই ৪ ডিসেম্বর সোমবার মিজোরামে নির্বাচনের গণনা হবে।
আরও পড়ুন- কেন্দ্রের দ্বিচারিতায় অথৈ জলে বাংলার টেট প্রার্থীরা