ইজরায়েল-হামাস যুদ্ধ প্রাণ কাড়ল ৬১ সাংবাদিকের, আহত ১১

Must read

দীর্ঘ হচ্ছে ইজরায়েল-হামাস যুদ্ধ (Israel-Gaza war)। আজ এই যুদ্ধের ৫৭তম দিন। এই যুদ্ধের জেরে এখনও পর্যন্ত ৫হাজারের বেশি মানুষ মারা গিয়েছে। হামাস এবং ইজরায়েলের হামলা-পাল্টা হামলার জেরে প্রাণ হারিয়েছেন ৬১ সাংবাদিক। খোঁজ মিলছে না আরও তিন জনের।

গত ৭ অক্টোবর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ৬১ জন সাংবাদিক মারা গিয়েছেন। তার মধ্যে ৫৪ জন প্যালেস্তাইনি, ৪ জন ইজরায়েলি এবং ৩ জন লেবানিজ। এছাড়া আহত হয়েছেন ১১ জন সাংবাদিক এবং ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল, শুক্রবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই হামলা শুরু করে হামাস বাহিনী। এদিকে পাল্টা হামলা চালায় ইজরায়েল সেনা বাহিনীও (Israel-Gaza war)। ইজরায়েল-হামাস সংঘর্ষ থামাতে কাজে আসছে না কোনো উদ্যোগই। রাষ্ট্রসংঘ, পশ্চিমি শক্তি নানা তৎপরতা দেখালেও বাস্তবে লড়াই বন্ধে নেওয়া হচ্ছে না কোনও পদক্ষেপ।

আরও পড়ুন- মিজোরামে ভোটের ফল প্রকাশিত হবে না ৩ ডিসেম্বর, কী জানাল কমিশন

Latest article