ফের বিপাকে লালুর পরিবার, ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র

Must read

বিহারে চাকরির দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইডি। সেই মামলার তদন্তেই বিপাকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। সোমবারই লালু ও তাঁর পরিবারের প্রায় ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। চাকরি-দুর্নীতি মামলাতেই সোমবার লালুপ্রসাদ ও তাঁর পরিবারের এই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

লালুপ্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী রাবড়ি দেবী- দুজনেই বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। ছেলে তেজস্বী যাদবও বর্তমানে বিহারের উপ-মুখ্যমন্ত্রী। আর সেকারণেই বিহারে চাকরির জন্য জমি দুর্নীতির মামলায় এঁদের প্রত্যেকের বিরুদ্ধেই তদন্ত শুরু করেছে ইডি। মাস কয়েক আগেই এই মামলায় বিহারের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ৬০০ কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করেছিল ইডি। তবে শুধু বিহারই নয় দিল্লি, এনসিআর, এবং রাঁচিতে বিপুল সম্পত্তির হদিশ মেলে। যার মধ্যে ৩৫০ কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং ২৫০ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন-‘INDIA’ ক্ষমতায় আসছে বললেন মমতা বন্দ্যাপাধ্যায়, জানালেন সব অপরাধের বিচার হবে

এদিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে জমি-দুর্নীতি মামলায় গত ৩ জুলাই চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটে লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav), রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের পাশাপাশি আরও ১৪ জনের নাম রয়েছে সিবিআইয়ের চার্জশিটে।

Latest article