সিসোদিয়ার ৭ দিনের ইডি হেফাজত

Must read

নয়াদিল্লি : দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia) সাত দিনের ইডি হেফাজতে পাঠাল আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিসোদিয়ার ১০ দিনের হেফাজতে চেয়েছিল। বৃহস্পতিবার ইডি (ED) তিহার জেল (Tihar Jail) থেকে মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার করে সিসোদিয়াকে (Manish Sisodia)। এর আগে সিবিআই গ্রেফতার করেছিল দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে। আগামী ২১ মার্চ সিবিআই মামলায় সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি হবে। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ইডির অভিযোগ, নির্দিষ্ট কিছু লোককে অবৈধ সুবিধা প্রদানের জন্য দিল্লি আবগারি নীতি প্রণয়নে ষড়যন্ত্র ছিল। ইডি যুক্তি দিয়েছে, বিজয় নায়ার এবং কে কবিতার সঙ্গে মিলে সিসোদিয়া নতুন মদ নীতির জন্য ‘সাউথ  গ্রুপের’ সঙ্গে ষড়যন্ত্র করেন। এর ফলে পাইকারি ব্যবসায়ীদের প্রভূত লাভ হয়েছিল। এদিকে, ইডির রিমান্ডের বিরোধিতা করে সিসোদিয়ার আইনজীবী বলেন, আজকাল এটি একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে তদন্তকারী সংস্থাগুলি গ্রেফতারকে অধিকার হিসাবে বিবেচনা করতে শুরু করেছে। এই ধরনের গ্রেফতারির বিষয়ে আদালতের কঠোরভাবে পদক্ষেপ করার সময় এসেছে।

আরও পড়ুন: এবার ইডির হানা তেজস্বীর বাড়িতে

Latest article