ন্যাশনাল হেরল্ড মামলায় সোনিয়া ও রাহুল গান্ধীকে জেরা করেও তদন্ত শেষ হয়নি ইডির। অতিসক্রিয় হয়ে ওঠা এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবার দিল্লির হেরল্ড হাউসের চতুর্থ তলে ন্যাশনাল হেরল্ডের মূল অফিসে হানা দেয়। ন্যাশনাল হেরল্ডের সদর দফতর-সহ মোট ১২টি জায়গায় এদিন তল্লাশি চালিয়েছে ইডি। ইডির আরও কয়েকটি দল দিল্লির বিভিন্ন প্রান্তে হানা দেয়।
আরও পড়ুন-সূর্যের ব্যাটে জবাব ভারতের
সূত্রের দাবি, ন্যাশনাল হেরল্ড মামলার সঙ্গে যুক্ত অন্তত ১২টি ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে। এরপর ন্যাশনাল হেরল্ডের সঙ্গে যুক্ত ভিন রাজ্যের কয়েকটি ঠিকানায় তল্লাশি চালানো হতে পারে বলে খবর। এই মামলায় ইতিমধ্যেই রাহুলকে কয়েক দফায় প্রায় ৫৩ ঘণ্টা এবং সোনিয়াকে ৩ দিনে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ইডি সূত্রের খবর, কংগ্রেস সভানেত্রী তদন্তে সব ধরনের সহযোগিতা করেছেন।