মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় রদবদল, ৫ পূর্ণমন্ত্রী-সহ ৮ নতুন মুখ

Must read

রাজ্য মন্ত্রিসভার রদবদল (West Bengal Cabinet Reshuffle)। বুধবার, রাজভবনে বিকেল চারটেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়ের (CM Mamata Banerjee) উপস্থিতিতে ৯জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন (Governor La Ganesan)। নতুনদের মধ্যে ৫জন পূর্ণমন্ত্রী। দুজন প্রতিমন্ত্রী। একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। একজন প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন।

  • একনজরে তালিকা-
    পূর্ণ মন্ত্রী
    স্নেহাশিস চক্রবর্তী
    • প্রদীপ মজুমদার
    • পার্থ ভৌমিক
    • বাবুল সুপ্রিয়
    • উদয়ন গুহ
  • স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
    বিপ্লব রায়চৌধুরী
    • বীরবাহা হাঁসদা
  • প্রতিমন্ত্রী
    সত্যজিৎ বর্মন
    • তাজমুল হোসেন

আরও পড়ুন: চিঁড়ে মুড়ি বাতাসা মোদি-শাহ তামাশা, মূল্যবৃদ্ধি নিয়ে কটাক্ষ ডেরেকের

গত সোমবারই মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রিসভায় (West Bengal Cabinet Reshuffle) ছোট রদবদল হবে। নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে। নতুন ৮জনকে মন্ত্রিসভায় আনা হল। বীরবাহা হাঁসদাকে প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে। এবার কে, কোন দফতর পাবেন সেটাই দেখার।

Latest article