প্রতিবেদন : মাছের ব্যবসার আড়ালে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে এ রাজ্যে পাচারের অভিযোগে শুক্রবার ইডি ৯ জায়গায় তল্লাশি চালাল। উত্তর ২৪ পরগনার অশোকনগরে ৩টি, দমদমের একটি এবং দক্ষিণ ২৪ পরগনার ২টি জায়গা মিলিয়ে মোট ৯ জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অভিযোগ, অশোকনগরের মাছ ব্যবসায়ী সুকুমার মৃধা ৬০টি ভুয়ো কোম্পানির নামে বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। তারপর তা হাওলা রুটে পাচার করা হত। শুক্রবার সকাল থেকেই ইডির (ED) ৬০-৭০ জন অফিসার একাধিক দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান চালান। গত এপ্রিল মাসে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একটি মামলার তদন্ত করতে গিয়ে আর্থিক তছরুপের খোঁজ পায়। বাংলাদেশের একাধিক ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নামে ফেক প্রচার বিজেপির