মুখ্যমন্ত্রীর নামে ফেক প্রচার বিজেপির

Must read

প্রতিবেদন : ফের চক্রান্তের জাল বিছিয়েছে বিজেপি (BIP)। মানুষকে বিভ্রান্ত করতে ভুল বার্তা (Fake Post) ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে এমন বার্তা ছড়ানো হচ্ছে যার আদৌ কোনও ভিত্তিই নেই। উদ্দেশ্য স্পষ্ট, মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সম্পর্কে জনমানসে বিভ্রান্তি সৃষ্টি করা। কে বা কারা এর নেপথ্যে, তা খুঁজে বের করার জন্য শুরু হয়েছে তদন্ত। আসলে সরকারে এবং দলে স্বচ্ছতা বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী বারবার যেভাবে সচেতন করে দিচ্ছেন সকলকে এবং সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর মনোভাবকে, তা আদৌ সহ্য হচ্ছে না গেরুয়া শিবিরের। জনবিচ্ছিন্ন বিজেপির গাত্রদাহ হচ্ছে রীতিমতো। সেই কারণেই তারা বিভ্রান্তি ছড়াচ্ছে নেটমাধ্যমে। পোস্টটিতে বিজেপি নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরির নাম রয়েছে। তাঁর সঙ্গেই যোগাযোগ করতে বলা হয়েছে। যদিও তিনি অস্বীকার করেছেন। কিন্তু বিজেপির (BJP) নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ ঘটেছে এই ধরনের পোস্টে (Fake Post)। বিজেপির ভিত মিথ্যাই।

Latest article