দিল্লির মুখ্যমন্ত্রীকে সপ্তমবারের জন্য তলব ইডির!

Must read

আগে ৬ বার জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) তলব করেছিল ইডি। এবার সপ্তমবারের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চিঠি পেলেন কেজরি। জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি সোমবার ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। প্রশ্ন উঠছে এবার কি ইডি অফিসে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী? নাকি এড়িয়ে যাবেন ইডির তলব?

পঞ্চম বার কেজরিওয়ালকে তলব করা হয়েছিল জানুয়ারি মাসের শেষে। সেই সমনকে ‘বেআইনি’ বলে দাবি করে হাজিরা এড়িয়ে যান তিনি। আম আদমি পার্টি শুরু থেকেই দাবি করে আসছে, শুধুমাত্র কেজরিওয়ালকে (Arvind Kejriwal) গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই। কেজরিওয়াল নিজে বলছেন, ইডি তাঁকে যে সমন পাঠাচ্ছে সেটার আইনি বৈধতা নেই। বেআইনি সমনে হাজিরা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। এরপর গত ১৯ ফেব্রুয়ারি ষষ্ঠ তলবে সাড়া দিয়ে কেজরির হাজিরা দেওয়ার কথা ছিল। অন্যান্য প্রতিবারের মতোই সেই নির্দেশ এড়িয়ে যান তিনি। আপের তরফে বলা হয়, “কেজরিকে সমন পাঠানোর প্রসঙ্গে ইডি নিজেই আদালতে গিয়েছে। তাই এখন বারবার সমন না পাঠিয়ে আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করা উচিত ইডির।”

আরও পড়ুন- বিরোধী দলনেতা-সহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, রাজ্যপালকে স্মারকলিপি শিখদের

উল্লেখ্য, পঞ্চম সমন উপেক্ষা করার পর ইডি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়। হাই কোর্ট শনিবারই কেজরিওয়ালকে তলব করেছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে, কেন বারবার তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমন উপেক্ষা করছেন। হাই কোর্টের সেই নির্দেশের পরই সোমবার ফের কেজরিকে তলব করল ইডি। তবে এই সমনে তিনি সাড়া দেবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Latest article