নির্বাচনের আগে এজেন্সি-রাজনীতি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডি

Must read

প্রতিবেদন : লোকসভা ভোটের মুখে যথারীতি বিজেপি সরকারের প্ররোচনায় এজেন্সি-রাজনীতি শুরু। ঝাড়খণ্ডেও বহুদিন ধরেই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির তৎপরতা চলছে। শনিবার ইডির তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) বাড়িতে। জমি হস্তান্তর মামলায় এই জিজ্ঞাসাবাদ বলে জানানো হয়েছে ইডি-র তরফে।
রাজনৈতিক মহলের বক্তব্য, দেশের বিরোধী রাজনৈতিক দল পরিচালিত রাজ্যগুলিতে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই যাতায়াত আসলে অবিজেপি সরকারগুলিকে জনমানসে হেয় করার চেষ্টা। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই প্রতিবার ভোটের আগেই সক্রিয়তা বাড়ায় এজেন্সি। এই কৌশলের সূত্রেই এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুন- মায়ানমার সীমান্তে এবার কাঁটাতার বসাতে চায় কেন্দ্র

জমি হস্তান্তর সংক্রান্ত একটি মামলায় ঝাড়খণ্ডের আধিকারিক স্তরে জিজ্ঞাসাবাদ ও গ্রেফতারি জারি রেখেছে ইডি। ইতিমধ্যে এক আইএএস আধিকারিক সহ গ্রেফতার হয়েছেন ১৪ জন। সেই মামলায় মুখ্যমন্ত্রীকে একাধিকবার ইডি সমন পাঠায়। প্রয়োজনীয় যাবতীয় নথি ইডির কাছে পেশ করেছেন বলে জানিয়েছেন হেমন্ত সোরেন। তারপরেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য জানুয়ারির শুরুর দিকে সময় চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতো ২০ জানুয়ারি সময় দেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। শনিবার সকালেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় হেমন্ত সোরেনের রাঁচির কাঁকে রোডের বাড়ি। দিল্লির তিন আধিকারিক জিজ্ঞাসাবাদ পর্ব চালান।

Latest article