রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot- ED) নিশানায় ইডি। রাজস্থানে ইডি আধিকারিকরা কংগ্রেস নেতাদের বাসভবনে অভিযান চালানোর একদিন পরে, গেহলট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। করছে”।জয়পুরে এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে গেহলট বলেছিলেন, “পথভ্রষ্ট কুকুরের চেয়েও বেশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেশে তল্লাশি অভিযান চালাচ্ছে।” মুখ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “তাঁর ‘গ্যারান্টি মডেল’ অনুসরণ করছেন।”
আরও পড়ুন- হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত পরেশ-পুত্র
গেহলট (Ashok Gehlot- ED) জানান,”আমি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই-এর প্রধানের কাছে সময় চেয়েছিলাম, কিন্তু এখন এগুলো রাজনৈতিক ‘অস্ত্রে’ পরিণত হয়েছে। মোদিজি বুঝতে পারছেন না যে তাঁর কাউন্টডাউন শুরু হয়েছে। তিনি এখন আমাদের ‘গ্যারান্টি মডেল’ অনুসরণ করছেন।” বৃহস্পতিবার পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলায় ইডি অর্থ পাচারের তদন্তের অংশ হিসাবে জয়পুর এবং শিকার-এ রাজ্য কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসারার বাসভবনে তল্লাশি চালিয়েছে এবং মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলেকে তলব করেছে।
আরও পড়ুন- ষড়যন্ত্রের শিকার জ্যোতিপ্রিয় মল্লিক: বাংলায় বিজেপির অবস্থা সঙ্গীন, বলছে তৃণমূল
সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডোটাসারার বাসভবন ছাড়াও, ওমপ্রকাশ হুদলা এবং আরও কয়েকজনের বাসভবনে তল্লাশি চালিয়েছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে তল্লাশি চালানো হয়েছিল। গেহলট এর কঠোর সমালোচনা করে বলেছেন, দেশে সন্ত্রাস ছড়িয়ে পড়েছে। তিনি অভিযোগ করেছেন যে, “বিজেপি এই ধরনের তল্লাশির মাধ্যমে তাকে টার্গেট করছে কারণ তারা তার সরকারের পতন ঘটাতে পারেনি।” আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে ৩ ডিসেম্বর।