ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে মেলবোর্নে থাকবেন এড শিরান-ক্রিস মার্টিন, শেষকৃত্যে শামিল হতে চান সবাই

ক্রিস মার্টিন আর এড শিরান সম্ভবত আসছেন। তবে এলটন জন আমেরিকা আর কানাডা সফরে ব্যস্ত বলে হয়তো মেলবোর্নে আসতে পারবেন না।

Must read

মেলবোর্ন, ৮ মার্চ : ক্রিস মার্টিন আর এড শিরান সম্ভবত আসছেন। তবে এলটন জন আমেরিকা আর কানাডা সফরে ব্যস্ত বলে হয়তো মেলবোর্নে আসতে পারবেন না। এলটন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শ্যেন ছিল ম্যাজিক্যাল বোলার। ওকে দেখাই ছিল বিশাল মজা।’ তাঁর ‘ফেয়ারওয়েল ইয়েলো ব্রিক রোড’ শোয়ের মধ্যে একটি ইতিমধ্যেই বন্ধু ওয়ার্নকে উৎসর্গ করেছেন বিখ্যাত ব্রিটিশ গায়ক।

আরও পড়ুন-একসময় আসত বাঘ, নতুন সাজে পুরনো ঐতিহ্য

অনেকগুলি কারণে ওয়ার্নের শেষকৃত্যের দিন এখনও ঘোষণা করা হয়নি। দেখা হচ্ছে কোনওভাবেই যাতে সেই দিনটা অস্ট্রেলিয়ার পার্লামেন্টারি সিটিং ডে না হয়। বড় কোনও ঘোষণার ব্যাপারও যেন না থাকে সেদিন। আগামী বুধবার অস্ট্রেলিয়ান ফুটবল লিগ শুরু হওয়ার কথা। ওয়ার্নের শেষকৃত্যের দিন যাতে কোনও খেলা না থাকে, সেটাও দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বর্তমানে পাক সফরে রয়েছে। সফর শেষ হবে ৫ এপ্রিল। মেয়েদের বিশ্বকাপ চলছে। মেলবোর্ন মাঠে প্রয়াত ওয়ার্নের শেষকৃত্য এমন দিনে করা হবে, যাতে সেদিন অস্ট্রেলিয়ার কোনও খেলা না থাকে। গোটা বিষয়টি দেখছে প্রধানমন্ত্রী স্কট মরিসন ও ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজের অফিস।

আরও পড়ুন-পুলিশের জালে ড্রাগ ক্যুইন

ওয়ার্নের ম্যানেজার জেমস আর্সকিন জানিয়েছেন, ‘‘গোটা পৃথিবীই যেন ওয়ার্নের শেষকৃত্যে হাজির থাকতে চাইছে। কিন্তু অস্ট্রেলিয়া অনেকের কাছেই অনেক দুরের দেশ। তাই যাঁরা পারবেন তাঁরা হাজির হবেন, না পারলে বার্তা পাঠাবেন। এলটন জন আমেরিকার নাসাউতে তাঁর একটি শো ওয়ার্নের নামে উৎসর্গ করেছেন।” ক্রিস মার্টিন আর ব্রিটিশ গায়ক এড শিরান ওয়ার্নের খুব কাছের বন্ধু। তাঁরা যেমন মেলবোর্নে ওয়ার্নের শেষকৃত্যে হাজির থাকতে চাইছেন, তেমনই অস্ট্রেলিয়ারও অনেক মিউজিশিয়ান, ক্রিকেটার, সেলিব্রিটিও সেদিন এমসিজিতে হাজির থাকতে চলেছেন। থাকবেন ওয়ার্নের প্রিয় ক্লাব সেন্ট কিল্ডা ফুটবল ক্লাবের সদস্যরাও। এছাড়াও থাকবেন ভিক্টোরিয়া ও অস্ট্রেলিয়া দলের সদস্যরা।

আরও পড়ুন-জঙ্গলমহলে পুলিশের উদ্যোগে শুরু কোচিং

এক লাখেরও বেশি লোক সেদিন মেলবোর্ন মাঠে উপস্থিত থাকবেন। তবে এই পাবলিক ইভেন্টে কত লোক শেষপর্যন্ত হবে, সেটা ওয়ার্নের পরিবারের সঙ্গে কথা বলে ঠিক করা হবে। সবাই যাতে স্টেডিয়ামে আসন পায়, সেটা সুনিশ্চিত করতে অনুষ্ঠানে টিকিটের ব্যবস্থাও করা হতে পারে। প্রয়াত লেগস্পিনারের পরিবার তাঁদের শ্রদ্ধা প্রাইভেট সার্ভিসের মাধ্যমে জানাবেন বলে ঠিক আছে। ওয়ার্নের বাবা-মা, ভাই জেসন, প্রাক্তন স্ত্রী সিমোন, সন্তানেরা সবাই সোমবার তাঁদের বার্তা প্রকাশ করেছেন। বাবা কিথ ও মা ব্রিজিট জানিয়েছেন, শ্যেনকে ছাড়া বাকি জীবন কীভাবে কাটাবেন ভেবে তাঁরা অস্থির হয়ে পড়েছেন। এদিকে, বিধির গেরোয় ওয়ার্নের দেহ মঙ্গলবারও পড়ে থাকল থাইল্যান্ডে। তবে বুধবার তাঁর দেহ অস্ট্রেলিয়ায় যাচ্ছে।

Latest article