সংবাদদাতা, ঝাড়গ্রাম : কালোবাজারি রুখতে জঙ্গলমহলের পথে নামলেন রাজ্য এনফোর্সমেন্ট আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম শহরের জুবিলি মার্কেটের বিভিন্ন আড়তে ও দোকানে অভিযান চালান ওঁরা। নেতৃত্বে ছিলেন ডিএসপি জয়ন্ত মুখোপাধ্যায়, সঙ্গে ছিলেন ঝাড়গ্রামের আধিকারিকরা।
আরও পড়ুন-সময়কে কাজে লাগাতে শুরু করুন এখন থেকেই
প্রথমেই তাঁরা জুবিলি মার্কেটের আড়তে গিয়ে বিভিন্ন সবজির পাইকারি ও খুচরো দাম জানতে চান। কিছু আড়তদারের উপর সন্দেহ হওয়ায় তাঁদের সতর্ক করা হয়েছে। ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। কোথাও অতিরিক্ত মূল্য নেওয়া হলে সরাসরি অভিযোগ জানাতে বলা হয়েছে। এভাবেই বিভিন্ন বাজারে জিনিসপত্রের কালোবাজারি রুখতে নজরদারি চালানো হবে বলে ওঁরা জানান। দামের ঊর্ধ্বগতির জন্য এনফোর্সমেন্ট আধিকারিকরা বৃহস্পতিবার ঝাড়গ্রাম সবজি মার্কেটের বিভিন্ন দোকানে গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাচাই করেন। ঠিক দাম নেওয়ার ব্যাপারে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। কোনও অভিযোগ জমা পড়লে দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।