ঋদ্ধির ট্যুইটে জল্পনা ক্রিকেটমহলে, আমার কাজ কিন্তু শেষ হয়নি এখনও

অনেকেই মনে করছেন, জাতীয় দলে খেলার স্বপ্ন এখনও দেখছেন ৩৮ বছর বয়সি ঋদ্ধিমান। তারই বার্তা দিলেন ইঙ্গিতপূর্ণ ট্যুইট করে।

Must read

মুম্বই, ২৮ এপ্রিল : জাতীয় দলে প্রত্যাবর্তনের লড়াইটা তাহলে কি চালিয়ে যাবেন ঋদ্ধিমান সাহা? সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পরেই ঋদ্ধির একটা ট্যুইট এই জল্পনা উসকে দিল! গত এক মাসে কম ঝড় বয়ে যায়নি ঋদ্ধিমানের উপর দিয়ে। টেস্ট দল থেকে বাদ পড়া, সাংবাদিকের হুমকি—একের পর এক বিতর্ক ধাওয়া করেছে তাঁকে। আইপিএলেও ব্যাটে রান পাচ্ছিলেন না।

আরও পড়ুন-কালোবাজারি রুখতে বাজারে অভিযান ইডি-র

যদিও সানরাইজার্সের বিরুদ্ধে ৩৮ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংসটা ফের ঋদ্ধিকে প্রচারের আলোয় তুলে এনেছে। ম্যাচের পর তিনি ট্যুইট করেন, ‘‘নট ডান ইয়েট।’’ বাংলায় যার অর্থ কাজ এখনও শেষ হয়নি। অনেকেই মনে করছেন, জাতীয় দলে খেলার স্বপ্ন এখনও দেখছেন ৩৮ বছর বয়সি ঋদ্ধিমান। তারই বার্তা দিলেন ইঙ্গিতপূর্ণ ট্যুইট করে।

আরও পড়ুন-সময়কে কাজে লাগাতে শুরু করুন এখন থেকেই

প্রসঙ্গত, ঋষভ পন্থের উত্থানে টেস্ট দলে জায়গা হারিয়েছেন ঋদ্ধিমান। বিদেশের মাঠে সুযোগ না পেলেও, দেশের মাটিতে ঋদ্ধি-ই ছিলেন টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দের উইকেটকিপার। কিন্তু রাহুল দ্রাবিড় জাতীয় দলের কোচ হওয়ার পর, সেই জায়গাও হারিয়েছেন ঋদ্ধিমান। পন্থের পর দ্বিতীয় কিপার হিসেবে সুযোগ পাচ্ছেন শিকর ভরত।

Latest article