আচার্য হিসেবে প্রায়ই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল (CV Ananda Bose)। কিন্তু ২০২২ সালে বিধানসভায় বিল পাশ করে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সুতরাং তিনিই নৈতিকভাবে আচার্য। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু (Bratya Basu)। যদিও রাজভবন থেকে সে বিল পাশ না হওয়ায় এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।
সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করছেন রাজ্যপাল তথা আচার্য আনন্দ বোস। কলকাতা বিশ্ববিদ্যালয়, তার পর বারাসত বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সেখানে গিয়ে উপাচার্য-সহ অন্যান্য অধ্যাপকদের সঙ্গে আলোচনা ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা, পরিকাঠামো ঘুরে দেখা- সবই করছেন আনন্দ বোস। এই সব পরিদর্শনে বিভিন্ন অনুদানেরও ঘোষণা করেছেন রাজ্যপাল। এ বিষয় নিয়েই প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যে অনুদান উনি ঘোষণা করেছেন, সে তো সরকারি অর্থ। উনি কী ভাবে তার ভিত্তিতে শিক্ষা দফতরের সঙ্গে কোনও কথা না বলে এমন ঘোষণা করতে পারেন?শিক্ষামন্ত্রীর (Education Minister) কথায়, তাঁর কাছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির নৈতিক আচার্য মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই বিধানসভায় নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী স্পষ্ট বলেন, ‘‘হয় বিলে সই করুন না হলে আবার বিধানসভায় ওই বিল পাশ করাব।’’
আরও পড়ুন: নতুন দার্জিলিং গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর