বাড়ছে ডিমের দাম, মিড-ডে মিল নিয়ে চিন্তায় স্কুলগুলি

Must read

প্রতিবেদন : মিড-ডে মিলে নাম কা-ওয়াস্তে বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরে সবজির সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে ডিমেরও (Egg Price)। শাক–সবজি, আলু–পেঁয়াজের সঙ্গে এবার ডিমও মহার্ঘ্য। এই অবস্থায় মাথায় মিড-ডে মিল নিয়ে চিন্তায় পড়েছেন শিক্ষক-শিক্ষিকারা। কী করে পুষ্টিকর খাবার দেওয়া যাবে শিশু পড়ুয়াদের, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

আরও পড়ুন- এই প্রথম নদিয়ায় প্রশাসন করছে ভাষা উৎসব ও মেলা

রাজ্য সরকার সবজির দাম নিয়ন্ত্রণে বাজারে নজরদারি চালাচ্ছে টাস্ক ফোর্স। তাতে সাময়িকভাবে দাম কমছে। এর মধ্যে ডিমের দাম (Egg Price) বৃদ্ধি নিয়ে জটিলতা বেড়েছে। বড়দিনের আগে কেকের জন্য ডিমের চাহিদা আরও বাড়বে। তাই এখনই ডিমের দাম কমা দুরুহ। বিক্রেতারা বলছেন, ডিমের জোগান কম, আর মুরগির খাবারের দাম বেড়েছে। সে কারণই ডিমের দামও বাড়াতে হয়েছে। সপ্তাহ খানেক আগেও খুচরো বাজারে একটি ডিমের দাম ছিল সাড়ে পাঁচ টাকা। শুক্রবার সেটা একলাফে বেড়ে হয় সাড়ে ৭ টাকা। আর সপ্তাহান্তে শনিবার ডিম বিক্রি হল ৮ টাকা প্রতি পিস।

Latest article