মৌসুমী দাস পাত্র, নদিয়া: জেলার ভাষা ও সংস্কৃতির গৌরবময় ইতিহাস, ঐতিহ্যকে জেলা ও রাজ্যের মানুষের কাছে তুলে ধরতে এই প্রথম জেলা প্রশাসনের উদ্যোগে হতে চলেছে নান্দনিক নদিয়া (Nadia) ভাষা উৎসব ও মেলা।
২৫ থেকে ৩০ ডিসেম্বর ৬ দিনের এই আকর্ষণীয় উৎসবের আয়োজন করতে জেলা প্রশাসন কোনওরকম খামতি রাখছে না। প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। ৪০০ বছরের আগে পত্তন হওয়া কৃষ্ণনগরের ভাষা, সংস্কৃতির গৌরবময় ইতিহাস রয়েছে। অদ্বৈত, চৈতন্য সমৃদ্ধ নদিয়ার (Nadia) আলাদা গরিমা আছে। তাকে আট থেকে আশির সামনে তুলে ধরতে জেলা প্রশাসন কৃষ্ণনগরে এই মেলায় ৬ দিন একাধিক অনুষ্ঠান করবে। ২৫ থেকে ২৭ ডিসেম্বর ৩ দিন হবে নান্দনিক ভাষা উৎসব কৃষ্ণনগর রবীন্দ্রভবনে। মূলত সাহিত্যের এই অনুষ্ঠানে লিটল ম্যাগাজিন মেলা, সাহিত্য সভার পাশাপাশি বিশিষ্ট সাহিত্যিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব থাকবে। আসছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, শ্রীজাত প্রমুখ বলে জানা গিয়েছে। লিটল ম্যাগাজিন মেলায় জেলার ৪০ লিটল ম্যাগাজিন সম্পাদক তাঁদের পত্রিকা নিয়ে বসবেন। ২৮ ডিসেম্বর থেকে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে হবে নান্দনিক নদিয়া মেলা। প্রায় ২০০ হস্তশিল্পী তাঁদের সেরা হাতের কাজ নিয়ে হাজির হবেন। খাদি, হ্যান্ডলুম, তাঁত শিল্পীরাও থাকছেন। থাকছে পুরুলিয়ার ছৌ মুখোশ, শান্তিনিকেতনের বাটিক প্রিন্টের পোশাক, বিষ্ণুপুরের বালুচরি শাড়ি, ডোকরার গয়না-সহ রাজ্যের একাধিক স্থানের বিখ্যাত হস্তশিল্পে। বিভিন্ন হস্তশিল্পী ও স্বয়ম্ভর গোষ্ঠী তিন দিন যাতে ভাল ব্যবসা করে তার জন্য একাধিক ব্যবস্থা নিচ্ছেন প্রশাসন কর্তারা। এই ৩ দিন জেলার ছোট থেকে বড় সমস্ত মানুষের কাছে তাঁদের পছন্দের অনুষ্ঠানের ডালি তুলে ধরতে চাইছে জেলা প্রশাসন। পারফর্ম করবেন বিখ্যাত রক গায়ক, ব্যান্ড, বাংলায় প্রতিশ্রুতিবান গায়করা। পাশের গাবতলার মাঠে থাকছে বিভিন্ন ধরনের খাবার নিয়ে ফুড কোর্ট। জেলাশাসক অরুণ প্রসাদ বলেন, ‘‘এত বড় একটা অনুষ্ঠান সফল করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।’’
আরও পড়ুন- লোকসভায় তৃণমূলের ঐক্য ভেঙে দিতে চক্রান্ত বিজেপির, প্রতিবাদে সোচ্চার দল