ইদেও থিমের ঘনঘটা, উদ্বোধনে বিমান-সায়নী

শুধু দুর্গাপুজো বা কালীপুজো নয় এবার থিমের ঘনঘটা ইদেও। বারুইপুর উত্তর খোদার বাজার যুব সংঘের এবারের ভাবনা ‘মসজিদ আন নববী’।

Must read

সংবাদদাতা, বারুইপুর : শুধু দুর্গাপুজো বা কালীপুজো নয় এবার থিমের ঘনঘটা ইদেও। বারুইপুর উত্তর খোদার বাজার যুব সংঘের এবারের ভাবনা ‘মসজিদ আন নববী’। এই থিমের উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ।

আরও পড়ুন-হাওড়ায় প্রসূনের প্রচারে ভিডিও অ্যালবাম

প্রতি বছরই নতুন নতুন থিমের চমক দেয় উত্তর খোদার বাজার যুব সংঘ। এবারে তাঁদের ভাবনা মসজিদ আন নববী। এই বছর ৪৫তম বর্ষে পড়ল তাঁদের থিমের মধ্যে দিয়ে ইদ পালন। সংগঠনের সভাপতি সালমান মোল্লা বলেন, সব মানুষের ক্ষমতা নেই মদিনা শরিফে যাওয়ার। অনেক মানুষের ইচ্ছা এবং আশা থাকলেও সেখানে যাওয়ার সামর্থ্য থাকে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই সব অগণিত মানুষের কথা মাথায় রেখেই মদিনা শরিফের মসজিদ আন নববীর আদলে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। মণ্ডপ ভিডিওগ্রাফির মাধ্যমে সেখানকার সমস্ত জিনিস তুলে ধরা হয়েছে। যাতে সমস্ত ধর্মের মানুষ তা দেখতে পান। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আল্লাহ চেয়েছেন আমি এখানে আসি তাই আসতে পেরেছি। এখানে এসে মসজিদের আদলে এই মণ্ডপ দেখে আমি বিস্মিত।

Latest article