বেআইনি গ্যাসের কারবারে ধৃত আট

Must read

কার্তিক ঘোষ, বাঁকুড়া : রীতিমতো সমান্তরালভাবে গ্যাসের বেআইনি কারবার চলছিল। দোকানে সারি সারি গ্যাস সিলিন্ডার। রমরমিয়ে চলছিল বেআইনি জ্বালানি গ্যাসের কারবার। পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে ধরল আটজনকে। তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে ৩৮০টি গ্যাস সিলিন্ডার। বাঁকুড়ার (Bankura) পাত্রসায়ের থানা এলাকার ঘটনা। পাঁচপাড়া, নারায়ণপুর, বেলুট-সহ বেশ কিছু গ্রামে চুপিসারে চলছিল অবৈধ গ্যাসের কারবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছে থেকে গ্যাস এনে চড়া দামে সেগুলি বিক্রি করত। দোকান, ডেকরেটর্স ও গৃহস্থের অনেকেই এদের কাছ থেকে কিনতেন। কারবারিরা দোকানে প্রচুর পরিমাণে সিলিন্ডার মজুত করে রাখত। এই কারবারিদের সঙ্গে নিশ্চিতভাবেই যোগ রয়েছে ডিস্ট্রিবিউটরদের, নাহলে কীভাবে এত বিপুল পরিমাণ গ্যাস মজুত করল ওরা, মনে করছে বাঁকুড়ার (Bankura) পাত্রসায়ের থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ২৫০টির বেশি গ্যাস সংযোগের বই পাওয়া গিয়েছে। এই বইগুলি দিয়ে সম্ভবত ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে গ্যাস সংগ্রহ করত অভিযুক্তরা।

Latest article