প্রতিবেদন : শেষ পর্যন্ত সোমবার সকালের আস্থাভোটে জয় হাসিল করলেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী (New Chief Minister of Maharashtra) একনাথ শিন্ডে (Eknath Shinde)। একই সঙ্গে এদিন তিনি শিবসেনার পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। ভারতশেঠ গোগাভালেকে দলের মুখ্য সচেতক হিসাবে নিযুক্ত করা হয়েছে। এদিন আস্থাভোট ১৬৪ জন বিধায়কের সমর্থন পেয়েছেন শিন্ডে। তাঁর বিপক্ষে ভোট দিয়েছেন ৯৯ জন। তিন বিধায়ক ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি। সোমবার আস্থাভোটের আগেই অন্তত তিনজন বিধায়ক উদ্ধব শিবির থেকে বেরিয়ে এসে শিন্ডের (Eknath Shinde) সঙ্গে যোগ দেন। শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে হাত মিলিয়েই মহারাষ্ট্রে নতুন সরকার গড়লেন শিন্ডে। রবিবারই বিধানসভায় (Maharashtra Legislative Assembly) স্পিকার নির্বাচনেও হেরে গিয়েছিল উদ্ধব শিবির। নতুন স্পিকার রাহুল নরবেকর এদিন পরিষদীয় নেতা হিসাবে শিন্ডের নাম ঘোষণা করেন। সেই সঙ্গে দলের মুখ্য সচেতক পদে নিযুক্ত হন গোগাভালে। জল্পনা বাড়িয়ে ভোটে অনুপস্থিত ছিলেন তিন কংগ্রেস বিধায়ক। ভোট শেষ হয়ে যাওয়ার পর বিধানসভায় ঢোকেন দুই কংগ্রেস বিধায়ক। এদিন দলের মুখ্য সচেতকের নির্দেশের বিরোধিতা করে শিন্ডের বিরুদ্ধে ভোট দিয়ে বিপাকে পড়েছেন উদ্ধব পুত্র আদিত্য ঠাকরে।