৫৩ লাখ ভারতীয়র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ

Must read

নয়াদিল্লি : তিন মাসের মধ্যে ৫৩ লাখ ভারতীয়র হোয়াটসঅ্যাপ (WhatsApp- India) অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। সংস্থার দাবি, নতুন তথ্যপ্রযুক্তি আইন বলবৎ হওয়ার কারণেই ওই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ১ মে থেকে ৩১ মের মধ্যে ১৯ লাখ ১০ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল হোয়াটসঅ্যাপ। ২০২১ সালে কার্যকর হওয়া ভারত সরকারের নতুন তথ্য ও প্রযুক্তি আইন অনুযায়ী বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে (যাদের ব্যবহারকারী ৫০ লক্ষেরও বেশি) প্রতি মাসে ‘অনুবর্তিতা’ প্রতিবেদন প্রকাশ করতে হয়। ওই প্রতিবেদনে প্রাপ্ত অভিযোগের বিবরণ এবং গৃহীত পদক্ষেপগুলি উল্লেখ করতে হয়। হোয়াটসঅ্যাপের এক মুখপাত্রের দাবি, নিয়মবিরুদ্ধ কাজের জন্যই অ্যাকাউন্টগুলি বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন: মহারাষ্ট্রে ইডির সরকার, স্বীকার করলেন দেবেন্দ্র

উল্লেখ্য, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি চলতি বছরের এপ্রিল মাসে ১৬ লাখেরও বেশি এবং মার্চ মাসে ১৮.০৫ লাখ ভারতীয়র (WhatsApp- India) অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল। সংস্থার মুখপাত্র বলেছেন, তাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। অশ্লীল মেসেজ, রাজনৈতিক বা সাম্প্রদায়িক উসকানিমূলক মেসেজ, ভুয়ো খবর, দেশবিরোধী মেসেজ বা ভিডিও পোস্টের ক্ষেত্রে কড়া নিয়ম জারি করেছে হোয়াটসঅ্যাপ। কেউ সংস্থার নিয়ম উপেক্ষা করলে সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। সংস্থার তরফে জানানো হয়েছে, শুধু নিগ্রহ নয়, ভুল ও মিথ্যে খবর ছড়ানো, অসমর্থিত সূত্র থেকে আসা কোনও বার্তা বা ছবি একাধিক মানুষকে পাঠানোর জন্যও নিষিদ্ধ করা হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। বিশেষ করে যে সব পোস্ট অসংখ্যবার ফরোয়ার্ড করা হয়েছে, এবং যে মেসেজগুলির জন্য গণরোষ তৈরি হয়েছে, সেইসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ।

Latest article