প্রতিবেদন : ২০ তারিখ থেকে আসানসোলে প্রচার শুরু করছেন শত্রুঘ্ন সিনহা। মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথা বলে শিডিউল চূড়ান্ত করলেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী। আসানসোলের সবক’টি বিধানসভাতেই কর্মিসভায় যোগ দেবেন তিনি। একই সঙ্গে হবে ডোর টু ডোর প্রচারও। আজ মঙ্গলবার একটু আগেই ফোনে কথা হয় মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে। যিনি দলের তরফে আসানসোলে নির্বাচনের মূল দায়িত্বে। শত্রুঘ্ন সিনহা আসার আগে সবরকম প্রস্তুতি সেরে রাখছেন মলয় ঘটক।
আরও পড়ুন-অটোতে চালু ডে অফ
জানা গেল আজ রাতের মধ্যেই আসানসোলে শত্রুঘ্ন সিনহার জন্য একটি তিনতলা বাড়ির বন্দোবস্ত করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আজই ওই বাড়ি চূড়ান্ত করে ফেলা হবে। বলিউডের দাবাং গার্ল সোনাক্ষী সিনহা বাবার হয়ে প্রচারে আসবেন। তবে প্রচারপর্বের শুরুতেই তিনি আসবেন এমনটা নাও হতে পারে। প্রচারের মাঝামাঝি সময়ে তিনি আসবেন বলে এখনও অবধি ঠিক আছে। শত্রুঘ্ন সিনহার যাতে আসানসোলে থাকা সহ অন্যান্য বিষয়ে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য তৈরি রাখা হচ্ছে আলাদা একটি দল। তাঁরা সবরকম সহযোগিতা করবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে। সোনাক্ষী সিনহা এসে পৌঁছলে তাঁর জন্যও নিরাপত্তা ব্যবস্থা-সহ সবরকম প্রস্তুতিই সেরে রাখা হচ্ছে। বাবা-মেয়ে একসঙ্গে রোড শো করবেন, তার জন্য প্রশাসনিক অনুমতিও নিয়ে রাখা হচ্ছে। আসানসোলের সবক’টি বিধানসভার ঘরে ঘরে প্রার্থী শত্রুঘ্ন সিনহার ছবি সহ লিফলেট দেওয়া হবে।