অটোতে চালু ডে অফ

কোভিড নিয়ন্ত্রণে এলেও অটোর বাজার এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। যে অটো দিনে ১৫টি ট্রিপ করত, তা কমে ৭-৮ ট্রিপ হয়েছে।

Must read

প্রতিবেদন : অটো রিকশাতেও সাপ্তাহিক ছুটি। একদিন নয়, দু’দিন। মহানগরীর বেশ কিছু রুটে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এই ডে অফ। তবে লক্ষ্য শুধুই সাপ্তাহিক অবসর নয়। এর নেপথ্যে রয়েছে অর্থনৈতিক কারণও। যাত্রীর অভাবে কোনও অটো যাতে লোকসানের শিকার না হয়, তার জন্যও এই সাপ্তাহিক ছুটির আয়োজন। আসলে কোভিড-ত্রাসের কারণে বিভিন্ন রুটে যাত্রীসংখ্যা কমতে শুরু করেছিল কিছুদিন আগে থেকেই। ফলে অটো-ট্রিপের সংখ্যাও কমে যায়।

আরও পড়ুন-জিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপে চোখ রোহিতের

কোভিড নিয়ন্ত্রণে এলেও অটোর বাজার এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। যে অটো দিনে ১৫টি ট্রিপ করত, তা কমে ৭-৮ ট্রিপ হয়েছে। স্বাভাবিকভাবেই আয় কমে গিয়েছে মালিক এবং চালকদের। যাত্রীসংখ্যা এবং রোজগারে সমতা আনতে তাই এই সাপ্তাহিক ছুটিকেই সমাধানের রাস্তা হিসেবে বেছে নিয়েছে বিভিন্ন অটো রুট। মিলিতভাবে দু’দিন সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত নিয়েছেন মালিক-চালক নিজেরাই। কোন দু’দিন কোন অটো পথে নামবে না তা লিখে সেঁটে দেওয়া হচ্ছে সেই অটোর গায়ে। সেই দু’দিন একটু বেশি ট্রিপ খেটে পুষিয়ে নেবে অন্য অটো। কলকাতায় এমন উদ্যোগ সত্যিই অভিনব।

Latest article