জিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপে চোখ রোহিতের

গতবারও ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে। তবে ইংল্যান্ডের মাঠে হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে।

Must read

মুম্বই, ১৫ মার্চ : ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ২-০-তে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে চার নম্বরে উঠে এল ভারত। এতে অধিনায়ক রোহিত শর্মা যে যথেষ্ট স্বস্তিতে, এটা না বলে দিলেও চলে। বেঙ্গালুরুতে গোলাপি টেস্টে শ্রীলঙ্কাকে তিনদিনে হারিয়ে রোহিত বলেছিলেন, তাঁদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা। গতবারও ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে। তবে ইংল্যান্ডের মাঠে হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে।

আরও পড়ুন-ওয়ার্নকে শ্রদ্ধা জানিয়ে গেলেন স্ত্রী ও সন্তানেরা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্লিন সুইপ করায় পয়েন্ট টেবলে অনেকটা উঠে এসেছে ভারত। এতে বছরের গোড়ায় দক্ষিণ আফ্রিকার কাছে ১-২ সিরিজ হারের ক্ষতে কিছুটা প্রলেপ পড়েছে। রোহিতরা পঞ্চমস্থানে থেকে এই সিরিজ শুরু করেছিলেন। এরপর জিতে চতুর্থস্থানে উঠে এসেছেন। ভারতের সামনে এখন অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ভারতের পরের টেস্ট ১ জুলাই এজবাস্টনে। এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে স্লো ওভার রেটের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবল থেকে দু’পয়েন্ট কাটা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের। বার্বাডোজে দ্বিতীয় টেস্ট শুরু ১৬ মার্চ।

আরও পড়ুন-ছন্দ ধরে রাখতে চান হরমনপ্রীত

এদিকে, বেঙ্গালুরুতে গোলাপি টেস্ট জিতে রোহিত তাঁর দলের বিশেষ কয়েকজন সদস্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। ঋষভ পন্থ ছাড়াও এই দলে রয়েছেন জসপ্রীত বুমরা, হনুমা বিহারী ও শ্রেয়স আইয়ার। বিশেষ করে শ্রেয়স ও হনুমা যেভাবে পূজারা ও রাহানের জায়গা নিয়েছেন, তার প্রশংসা করেছেন ভারত অধিনায়ক। এছাড়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে রোহিতের বক্তব্য হল, ‘‘আমরা বেশিদূর ভাবছি না। কারণ বেশি ভাবলে কোনও লাভ হয় না। আমরা বর্তমানের উপরেই জোর দিতে চাই। আর কয়েকটি ধাপ উঠলেই ফাইনাল। আমাদের কাছে সামনের এই লক্ষ্যটা খুব গুরুত্বপূর্ণ।”

এরপরই ভারত অধিনায়ক জানান, দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর এই সিরিজ তাঁদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকে পয়েন্ট পাওয়ার ব্যাপারটা মাথায় ছিল প্রথম থেকেই। যেটা তাঁরা পেয়েছেন। ফলে আইসিসির সর্বশেষ বার্তায় এও এখন স্পষ্ট যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে চারে উঠে এসেছে ভারত।

Latest article