ওয়ার্নকে শ্রদ্ধা জানিয়ে গেলেন স্ত্রী ও সন্তানেরা

আগামী ৩০ মার্চ মেলবোর্নে রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য সম্পন্ন হবে ওয়ার্নের। তার আগে পরিবারের তরফ থেকে আয়োজন করা হবে প্রাইভেট ফিউনারেলের।

Must read

মেলবোর্ন, ১৫ মার্চ : প্রয়াত শ্যেন ওয়ার্নের প্রাক্তন স্ত্রী সিমোনে এবং তাঁর তিন সন্তান—জ্যাকসন, ব্রুক ও সামার মঙ্গলবার হাজির হয়েছিলেন এমসিজিতে। গত ৪ মার্চ থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়ার্নের অকাল প্রয়াণের পর থেকেই এমসিজি চত্বরে থাকা কিংবদন্তি স্পিনারের স্ট্যাচুর সামনে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অনুরাগীরা। ফুল, বিয়ারের ক্যান, সিগারেটের প্যাকেট ইত্যাদি দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সদ্যপ্রয়াত ওয়ার্নকে। প্রসঙ্গত, ভক্তরা যাতে শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য ওয়ার্নের প্রিয় মাঠ এমসিজিকে মেমোরিয়াল সার্ভিসের জন্য আগেই বেছে নিয়েছিল ভিক্টোরিয়া রাজ্য প্রশাসন।

আরও পড়ুন-ছন্দ ধরে রাখতে চান হরমনপ্রীত

এদিন মাকে সঙ্গে নিয়ে কিংবদন্তি বাবাকে শ্রদ্ধা জানিয়ে গেলেন ওয়ার্নের তিন সন্তানও। ওয়ার্নের ছোট মেয়ে কুড়ি বছরের সামার এদিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবিও পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘বাবা, তোমার সঙ্গে আমরা সব সময় রয়েছি।’ ছবিতে দেখা যাচ্ছে, ওয়ার্নের মূর্তির নিচে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সবাই মিলে।
প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ মেলবোর্নে রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য সম্পন্ন হবে ওয়ার্নের। তার আগে পরিবারের তরফ থেকে আয়োজন করা হবে প্রাইভেট ফিউনারেলের।

Latest article