কমল মজুমদার, জঙ্গীপুর : মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে রবিবার প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের তিন বিধায়ক তথা তারকা প্রচারক জুন মালিয়া, সোহম এবং পরিচালক রাজ চক্রবর্তী সামশেরগঞ্জ ফিল্ড ময়দানে। বক্তব্য পেশ করতে গিয়ে পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, ৩৪ বছরের বাম শাসনে এখানকার মানুষ কলা পেয়েছে। কংগ্রেসের কাছ থেকেও দুটো কলা পেয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে সাধারণ মানুষ কন্যাশ্রী ,যুবশ্রী , দুয়ারে সরকার, দুয়ারে রেশন, লক্ষ্মীর ভাণ্ডারের মত একটার পর একটা জনমুখী প্রকল্পের সুবিধা পেয়ে চলেছেন। এখানে প্রায় আড়াই লাখের কাছাকাছি ভোটার রয়েছেন। আমিরুল ইসলামকে কমপক্ষে দুই লাখ ভোটে জেতাতে হবে।
আরও পড়ুন-‘’পুজোয় দিদির উপহার”, রাজ্যের অভাবী মহিলাদের শাড়ি মুখ্যমন্ত্রীর
অভিনেতা বিধায়ক সোহম বলেন, ‘বিজেপি করোনা ভাইরাসের মতো। তাই তাকে ছুঁড়ে ফেলে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত নেত্রী শুধু পশ্চিমবঙ্গ বা ভারতে বিরল নন গোটা বিশ্বে তার মতন নেত্রী খুঁজে পাওয়া যাবে না। উনি মানুষের জন্য যা করেছেন আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও নেতা বা নেত্রী তা করেননি।’
আরও পড়ুন-‘৫০০ টা নোটিশ পাঠালেও মেরুদণ্ড বিক্রি করব না’ স্পষ্টভাষী অভিষেক বন্দ্যোপাধ্যায়
জুন মালিয়া আরও উন্নয়নমুখী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলামকে ভোট দেওয়ার আবেদন জানান। সামশেরগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে নির্বাচনী প্রচার করতে আসেন। িন তারকা প্রচারক এরপর যাবেন জঙ্গিপুরে। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের সমর্থনে প্রচারে।