‘’পুজোয় দিদির উপহার”, রাজ্যের অভাবী মহিলাদের শাড়ি মুখ্যমন্ত্রীর

Must read

তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় এসেই বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন নারী দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই সকলের ব্যাংক একাউন্টে টাকা পৌঁছে যাবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে পুজোর আগে বাংলার মহিলাদের জন্য ফের “কল্পতরু” মুখ্যমন্ত্রী। এবার পুজোয় আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের শাড়ি উপহার দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-‘৫০০ টা নোটিশ পাঠালেও মেরুদণ্ড বিক্রি করব না’ স্পষ্টভাষী অভিষেক বন্দ্যোপাধ্যায়

পুজোর বাকি আর কয়েকটি দিন। যাঁদের সামর্থ আছে তাদের কেনাকাটা প্রায় শেষ। কিন্তু করোনাকালে কিছু কিছু পরিবার আর্থিক সংকটে অসহায়। হাতে টাকা না থাকায় অনেকেই হয়তো এবার পুজোয় সেভাবে কেনাকাটা করতে পারবেন না। সেই সমস্ত পরিবারের মহিলাদের কাছেই এবার একটি করে শাড়ি উপহার হিসেবে পাঠাবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে এই শাড়ি তুলে দেওয়া হবে অভাবী মহিলাদের হাতে। যার নাম দেওয়া হয়েছে, ‘’পুজোয় দিদির উপহার”! যদিও সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন-দরিদ্র মুসলিম বোনের বিয়ে দিলেন হিন্দু ভাইরা

রাজ্যের প্রতিটি ব্লকে দরিদ্র পরিবারের মহিলাদের হাতে তুলে দেওয়া হবে দিদির উপহারের এই শাড়ি। এই মধ্যেই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। মহালয়ার পর থেকেই রাজ্যের মহিলাদের কাছে দিদির উপহার পৌঁছে যাবে ।

Latest article