দেবের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে বিধায়ক

তীব্র গরমকে মাথায় নিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর (দেব) সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করছেন ডেবরার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবির

Must read

সংবাদদাতা, ডেবরা : বেশ ক’দিন ধরেই তীব্র গরমকে মাথায় নিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর (দেব) সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করছেন ডেবরার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবির। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ডেবরা ব্লক তৃণমূল সহ-সভাপতি প্রদীপ করকে সঙ্গে নিয়ে ডেবরা ৫/১ গ্রাম পঞ্চায়েতের নচিপুর ও তার পার্শ্ববর্তী বুথগুলির বাড়ি বাড়ি প্রচার করেন হুমায়ুন।

আরও পড়ুন-যোগীরাজ্যের ক্ষেতে উদ্ধার দলিতকন্যার ঝলসানো দেহ

তিনি জানান, আমরা এবার ডেবরা বিধানসভা থেকে দেবকে লিড দেবই। যে সমস্ত কর্মী রাগ-অভিমান করে দূরে ছিলেন তাঁদের আমি ডেকে ডেকে এলাকায় কাজে নামিয়েছি। সবাই মিলে এখন মাঠে নেমেছি। ব্লক সভাপতি প্রদীপ কর, সীতেশ ধাড়া-সহ পুরো টিম কাজে নেমে গিয়েছে। ফলে আমাদের প্রার্থী দেব এই বিধানসভায় ভাল ফল করবেন।

Latest article