প্রতিবেদন : নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। কমিশনকে দেওয়া এক চিঠিতে উদ্ধব শিবির নির্বাচন কমিশনের বিরুদ্ধে দলের নাম ও প্রতীক নির্বাচনের ক্ষেত্রে একনাথ শিন্ডে শিবিরের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করেছে।
আরও পড়ুন-ইউক্রেন ন্যাটোয় যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ, হুমকি
শিবসেনার রাশ কার হাতে থাকবে তা নিয়ে উদ্ধব ঠাকরে ও মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শিবিরের মধ্যে লড়াই তুঙ্গে। এবার দল ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলল উদ্ধব শিবির। কমিশনকে লেখা চিঠিতে উদ্ধব শিবিরের অভিযোগ, শিন্ডেরা কমিশনের থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন। শিন্ডে শিবিরের আবেদন জমা পড়ার আগেই কমিশনের ওয়েবসাইটে উদ্ধব শিবিরের দলের নাম ও প্রতীক আপলোড করে দেওয়া হয়েছে। এর ফলে শিন্ডেরা তাঁদের দলের নাম ও প্রতীক অনুকরণ করা সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন-ইনি এমনই বাঘ যে সাংবাদিকদের মুখোমুখি হতে ভয়, কটাক্ষে বিদ্ধ প্রধানমন্ত্রী
এর আগে এ ধরনের ক্ষেত্রে যুযুধান দুই দলের নির্বাচনী প্রতীক বা নাম কখনও কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়নি। উল্লেখ্য, জুন মাসেই অধিকাংশ সেনা বিধায়ককে নিয়ে শিবসেনা থেকে বেরিয়ে আসেন শিন্ডে। বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন তিনি। নিজেদের প্রকৃত শিবসেনা বলে দাবি করেন। সেই থেকে দলের রাশ নিয়ে উদ্ধবের সঙ্গে তাঁর লড়াই চলছে। এখন দেখার কবে এই লড়াই শেষ হয়।