ভোট ঘোষণার পরেই ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচনী আচরণবিধি চালু হতেই নিজেদের ইচ্ছামতো কাজ শুরু করল কমিশন। পাশাপাশি সোমবারই গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবদেরও সরানো হয়েছে। অপসারণ করা হয়েছে মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবকেও।
আরও পড়ুন-গার্ডেনরিচের ঘটনায় রাজনীতি কাম্য নয়, দুর্গতদের পাশের দাঁড়ানোর আহ্বান জানালেন অভিষেক
ডিসেম্বরেই রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেলের (ডিজি) পদে বসেন রাজীব কুমার। মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্ত অনুমোদনও হয়। ২০১৬ থেকে কলকাতার পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। সেই সময়ও তাঁকে নির্বাচনের আগে সরানো হয়। নির্বাচন কমিশনের (Election Commission) তরফে দেওয়া চিঠিতে বলা হয়েছে চিঠি পাওয়ার পর থেকেই এই নির্দেশ কার্যকর হবে। একইসঙ্গে কমিশনের তরফে বলা হয়, রাজ্যের তরফ থেকে ৩জনের নাম ডিজি পদের জন্য পাঠাতে হবে। ইতিমধ্যেই নবান্নে বৈঠকে বসেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। তিনজনের নাম রাজ্য পাঠিয়েছে। তিনজন হলেন রাজেশ কুমার, সঞ্জয় মুখোপাধ্যায়, রণবীর কুমার।