আফগানিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানের, মৃত ৮

Must read

আফগানিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানের (Pakistan-Taliban attacks)। এই হামলায় মৃত্যু হয়েছে ৮ জনের। গত শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় প্রাণ হারান ৭ পাক সেনা জওয়ান। বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে হামলা চালায় এক জঙ্গি। চালানো হয় গুলিও। তার পরেই জঙ্গিদের হুঁশিয়ারি দিয়েছিলেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি জানান, এই হামলার পালটা দেবে পাকিস্তান। আর তারপরেই আজ আফগানিস্তানে হামলা পাকিস্তানের।

আরও পড়ুন- নির্বাচনী আচরণবিধি চালু হতেই রাজ্য পুলিশের ডিজি-র পদ থেকে রাজীব কুমারকে সরাল কমিশন

তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বিবৃতি প্রকাশ করে জানান, সীমান্তের কাছে খোস্ত ও পক্তিকা প্রদেশে বোমাবর্ষণ করেছে পাক সেনা। স্থানীয় সময় রাত তিনটে নাগাদ এই হামলা হয়। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। পাকিস্তানের এই হামলার কড়া নিন্দা করেছে তালিবান প্রশাসন।

২০২১ সালে আফগানিস্তানে তালিবান অভ্যুত্থানের পর থেকেই বারবার পাক সীমান্তে (Pakistan-Taliban attacks) হামলা চালিয়েছে জঙ্গিরা। এমনকি পাকিস্তানের সাধারণ নির্বাচনের সময়েও সীমান্ত এলাকাগুলিতে মৃত্যু হয়েছিল বহু মানুষের। তবে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ স্বীকার করেনি তালিবান প্রশাসন।

Latest article