পাঁচ রাজ্যের মোট ৬৭৯ বিধানসভা আসনে নির্বাচনের (5 State Assembly Election) নির্ঘণ্ট প্রকাশ করলো জাতীয় নির্বাচন কমিশন। সোমবার দিল্লির নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক সম্মেলন করে জানালেন, ৭ নভেম্বর উত্তর-পূর্বের রাজ্য মিজোরাম থেকে নির্বাচন পর্ব শুরু করে ৩০ নভেম্বর দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায় শেষ হবে। পাঁচ রাজ্যের তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলঙ্গানা, মিজোরাম এবং রাজস্থান।
মুখ্য নির্বাচন কমিশনার জানান, মিজোরামে একদফায় ভোট হবে আগামী ৭ নভেম্বর। মধ্যপ্রদেশে এক দফায় ভোট হবে ১৭ নভেম্বর। রাজস্থানে একদফায় ভোট হবে ২৩, তেলঙ্গানায় একদফায় ভোট হবে ৩০ নভেম্বর। শুধুমাত্র ছত্তিশগড়ে দুই দফায় ভোট হবে। সেখানে ভোট ৭ এবং ১৭ নভেম্বর। পাঁচ রাজ্যের ফলপ্রকাশ হবে একসঙ্গে অর্থাৎ ৩ ডিসেম্বর। ৫ ডিসেম্বরের মধ্যে ভোটপ্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
আরও পড়ুন- সিকিমে মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ১৪০
২০২৪ লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের (5 State Assembly Election) বিধানসভা নির্বাচন কার্যত সেমিফাইনালের মতোই শাসক দল বিজেপি এবং ইন্ডিয়া শিবিরের কাছে। পাঁচ রাজ্যে মোট লোকসভা আসন ৮৩টি। এর মধ্যে সবথেকে বেশি মধ্যপ্রদেশে ২৯টি লোকসভা আসন, রাজস্থানে ২৫টি, তেলঙ্গানায় ১৭ টি, ছত্রিশগড়ে ১১ এবং মিজোরামে রয়েছে একটিমাত্র লোকসভা আসন। রাজ্যগুলির মধ্যে মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হবে ১৭ ডিসেম্বর। বাকি রাজ্যগুলিতে বিধানসভার মেয়াদ শেষ হবে জানুয়ারিতে। পাঁচ বিধানসভার মধ্যে মধ্যপ্রদেশে সরকার চালাচ্ছে বিজেপি। অন্যদিকে রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) তেলেঙ্গানায় এবং মিজো ন্যাশনাল ফ্রন্ট রয়েছে মিজোরামে ক্ষমতায়।
২০২৪ সালের লোকসভা ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি রাজ্যের নির্বাচন। আগামী ১৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজও চলবে। আগামী বছর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই এটা করা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার।