মণিপুরে মন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলা, জখম CRPF-সহ ২

Must read

শান্তি ফেরার কোনও লক্ষণ নেই মণিপুরে (Grenade attack- Manipur)। এবার অগ্নিগর্ভ মণিপুরে মন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলায় আহত হলেন এক সিআরপিএফ (CRPF) জওয়ান। পাশাপাশি আহত হয়েছেন মন্ত্রীর এক আত্মীয়া। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি মণিপুরের এর একটি ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে পুড়িয়ে মারা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ফের রাজ্য জুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

জানা গিয়েছে, শনিবার রাতে ইম্ফলে মন্ত্রী (Grenade attack- Manipur) ইউমনাম খেমচাঁদের বাড়িতে গ্রেনেড হামলা চালায় দুষ্কৃতীরা। অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি মোটরবাইকে চেপে এসে বাড়ির সামনেই গ্রেনেড ছুঁড়ে পালায়। সেই গ্রেনেড একটি বৈদ্যুতিক পোলে গিয়ে বিস্ফোরণ ঘটায়। গুরুতর আহত হন সেখানে থাকা মন্ত্রীর এক আত্মীয়া। ৫৭ বছর বয়সি সিআরপিএফ জওয়ান দীনেশ চন্দ্র দাসেরও হাতে আঘাত লাগে। এই হামলায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি আর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। দাউদাউ করে আগুন জ্বলছে তাঁর গায়ে।

আরও পড়ুন- ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা

প্রাথমিকভাবে অনুমান, এই ঘটনাটি মে মাসের। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। বিতর্কিত এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই ফের অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে মণিপুরে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত রাজ্যের সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অবশ্য মণিপুরের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত। সেই উন্নতির নমুনা প্রকাশ্যে এলো আরও একবার।

Latest article