প্রতিবেদন : একের পর এক মামলায় জড়িয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মাঝে আরও বড় ধাক্কা খেলেন নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে আগেই অভিযুক্ত সাব্যস্ত করেছিল ওয়াশিংটনের আদালত। এবার একই অভিযোগ আনল জর্জিয়া প্রদেশের আদালতও। অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে কারচুপি করে জিততে চেয়েছিলেন মার্কিন ধনকুবের।
আরও পড়ুন-একবার ফিরে পুরনো, ঝলক দেখাক নাদাল
চলতি বছরেই তিনটি মামলায় অভিযুক্ত হয়েছেন ট্রাম্প। একই ঘটনার প্রেক্ষিতে দ্বিতীয়বার প্রাক্তন প্রেসিডেন্টকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করল আদালত। সবমিলিয়ে মোট ১৯ জনকে অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে। তার মধ্যে রয়েছেন হোয়াইট হাউসের প্রাক্তন কর্মী থেকে শুরু করে ট্রাম্পের আইনজীবীরাও। তাঁদের বিরুদ্ধে মূল অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পরেই সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করে ফলাফল পাল্টানোর নির্দেশ দেন ট্রাম্প। এই ঘটনার ঠিক চারদিন পরেই জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে তাণ্ডব চালায় ট্রাম্পের অনুগামীরা।
আরও পড়ুন-দেশবাসীকে শুভেচ্ছা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের
এদিকে, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যেই নিজেকে পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছেন ট্রাম্প। তারপরেই একের পর এক মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। পর্নস্টারকে ঘুষ দেওয়া, গুরুত্বপূর্ণ নথিপত্র নিজের বাসভবনে সরিয়ে ফেলার মতো অভিযোগ উঠেছে। কয়েকদিনের মধ্যেই তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হবে। যদিও সব মামলাতেই নিজেকে নির্দোষ হিসাবে দাবি করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ওয়াশিংটনের আদালতে নির্বাচনে কারচুপির মামলায় ট্রাম্পের বিরুদ্ধে মোট ৪টি অভিযোগ আনা হয়েছে। জর্জিয়ার আদালতেই প্রায় একই অভিযোগ উঠেছে।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…