একবার ফিরে পুরনো, ঝলক দেখাক নাদাল

এরপর ফেডেরার আরও বলেন, আমি ওর থেকে পাঁচ বছর বড়। আমি যখন রাফাকে প্রথম দেখি, তখন ও খুবই তরুণ। খুব লাজুক ছিল।

Must read

জুরিখ, ১৫ অগাস্ট : ১৪টি ফ্রেঞ্চ ওপেন-সহ ২২টি গ্র্যান্ডস্লাম খেতাব রাফায়েল নাদালের পকেটে। যিনি ইঙ্গিত দিয়েছেন ২০২৪ তাঁর কেরিয়ারের শেষ বছর হতে পারে। কোর্টে নাদালের সঙ্গে ২০টি গ্র্যান্ডস্লাম জয়ী রজার ফেডেরারের লড়াই সবাই মনে রাখবেন। ২০২২-এ অবসর নিয়েছেন এই সুইস তারকা।

আরও পড়ুন-ভারানের গোলে জিতল ম্যান ইউ

দুই টেনিস মহাতারকা কোর্টে ৪০ বার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে নাদাল জিতেছেন ২৪ বার। কিন্তু এই ফলের থেকেও বেশি চর্চিত হয়েছে দু’জনের দারুণ সম্পর্ক। কিন্তু একটা সময় নাকি দু’জনে পরস্পরকে সহ্য করতে পারতেন না। টেনিস সার্কিটে এই জুটি ফেডেল নামে পরিচিত। সম্প্রতি একটি অনুষ্ঠানে নাদালকে নিয়ে ফেডেরার বলেছেন, একটা সময়ের পর তাঁরা দুজন পারস্পরিক লড়াইকে সম্মান জানাতে শুরু করেন। একটা সময় অনুভব করি, আমরা প্রত্যেক সপ্তাহ শেষে লড়ছি, কিন্তু কেউ কাউকে সহ্য করতে পারছি না। এখান থেকেই সম্ভবত শ্রদ্ধার ব্যাপারটা এসেছিল। নাদাল একজন অসাধারণ মানুষ। আমি চাই ও একবার কোর্টে ফিরে এসে দুনিয়াকে সেটাই দেখাক, যার জন্য এতদিন পরিচিত ছিল।

আরও পড়ুন-সুইডেনকে হারিয়ে স্পেন বিশ্বকাপের ফাইনালে

এরপর ফেডেরার আরও বলেন, আমি ওর থেকে পাঁচ বছর বড়। আমি যখন রাফাকে প্রথম দেখি, তখন ও খুবই তরুণ। খুব লাজুক ছিল। আর আমাকে খুব শ্রদ্ধা করত। এমন নয় যে এই শ্রদ্ধা এখন আর নেই। তবে এখন আমরা বন্ধু। তবে পরের দিকে রাফার আত্মবিশ্বাসও অনেক বেড়ে গিয়েছিল। ফেডেরার এ-ও জানান যে, তাঁদের দু’জনের পরিবারের মধ্যেও একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু পরে দুজনের দেখাসাক্ষাৎ কমে এসেছিল ব্যস্ততায়। আমরা নিজেদের মধ্যে টেনিস ছাড়াও অন্য বিষয়ে কথা বলেছি। কথা হয় সন্তানদের নিয়েও। রাফা এখন বাবা। নিজেদের মধ্যে কথাবার্তার ধরন পাল্টে গিয়েছে। আমরা কোর্টের পারস্পরিক লড়াইকে ক্রমশ শ্রদ্ধা করতে শুরু করেছিলাম।

Latest article