সুইডেনকে হারিয়ে স্পেন বিশ্বকাপের ফাইনালে

বুধবার দ্বিতীয় সেমিফাইনালে অন্যতম আয়োজক অস্ট্রেলিয়া খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। যে জিতবে, সেই দল রবিবার ফাইনালে মুখোমুখি হবে স্পেনের।

Must read

অকল্যান্ড, ১৫ অগাস্ট : প্রথমবার মেয়েদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন। মঙ্গলবার সেমিফাইনালে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট আদায় করে নেন স্পেনের মেয়েরা। নিউজিল্যান্ডের অকল্যান্ড পার্কে আয়োজিত ম্যাচের শেষ ১০ মিনিটে হয়েছে তিন-তিনটি গোল। স্প্যানিশ মেয়েদের বিশ্বকাপে অভিষেক ২০১৫ সালে। ২০১৯ সালে প্রথমবার শেষ ষোলোর ছাড়পত্র পেয়েছিল স্প্যানিশরা। আর এবার ফাইনাল। এক কথায় রূপকথার উত্থান।

আরও পড়ুন-শুরুতেই গোল পেতে চায় মোহনবাগান, কামিন্সদের সামনে মাচিন্দ্রা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৮০ মিনিট পর্যন্ত কোনও দলই গোলের দেখা পায়নি। অবশেষে ৮১ মিনিটে সালমা পারায়উয়েলোর গোলে এগিয়ে গিয়েছিল স্পেন। যিনি ৫৭ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন। যদিও সাত মিনিটের মধ্যেই ১-১ করে দিয়েছিল সুইডেন। গোল করেন রেবেকা ব্লমকভিস্ট। গোটা স্টেডিয়াম যখন ধরে নিয়েছে ম্যাচ টাইব্রেকারে গড়াচ্ছে, তখনই নাটক!

আরও পড়ুন-প্রয়াত কিংবদন্তি ভারতীয় ফুটবলার মহম্মদ হাবিব

৮৯ মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন ওলগা কারমোনা। স্প্যানিশ অধিনায়কের দুর্দান্ত শট বিপক্ষ গোলকিপারকে দাঁড় করিয়ে জালে জড়িয়ে যায়। এরপর ৭ মিনিট ইঞ্জুরি টাইম পেয়েও আর সমতা ফেরাতে পারেনি সুইডেন। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে অন্যতম আয়োজক অস্ট্রেলিয়া খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। যে জিতবে, সেই দল রবিবার ফাইনালে মুখোমুখি হবে স্পেনের।

Latest article