প্রয়াত কিংবদন্তি ভারতীয় ফুটবলার মহম্মদ হাবিব

তিন প্রধানে দাপিয়ে খেলেছেন একসময় তিনি। জাতীয় দলের জার্সিতে তাঁর রয়েছে সাফল্য। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।

Must read

ভারতীয় ফুটবলের (Indian football) সিংহ বলা হত এই মানুষটিকে। কলকাতা ময়দানের ‘বড়ে মিঁঞা’ নাম পরিচিত মহম্মদ হাবিব (Muhammad Habib) প্রয়াত। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর। তিন প্রধানে খেলা এই কিংবদন্তি ফুটবলার আজ ১৫ই অগাস্ট বিকেল সাড়ে ৪টেয় হায়দরাবাদে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিন প্রধানে দাপিয়ে খেলেছেন একসময় তিনি। জাতীয় দলের জার্সিতে তাঁর রয়েছে সাফল্য। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।

আরও পড়ুন-প্রয়াত হলেন ‘সুলভ’-এর স্রষ্টা বিন্দেশ্বর পাঠক

৬০ এবং ৭০ দশকের কলকাতা ফুটবলের অন্যতম বড় তারকা ছিলেন মহম্মদ হাবিব। উল্লেখ্য, মহম্মদ হাবিব একজন প্রাক্তন ভারতীয় ফুটবল খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন। আক্রমণভাগের খেলোয়াড় ছিলেন তিনি। অন্ধ্রপ্রদেশে (এখন তেলেঙ্গানা) ওনার জন্ম হলে কিন্তু উনি বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে খেলেছিলেন।

আরও পড়ুন-শুরুতেই গোল পেতে চায় মোহনবাগান, কামিন্সদের সামনে মাচিন্দ্রা

কিংবদন্তি ভারতীয় ফুটবলার মোহাম্মদ হাবিবের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি টুইট করে লেখেন, ‘আজ হায়দ্রাবাদে কিংবদন্তি ভারতীয় ফুটবলার মোহাম্মদ হাবিবের মৃত্যুর কথা জানতে পেরে আমি মর্মাহত। ১৯৬০-৮০র দশকে কলকাতা ময়দানের একজন আইকনিক খেলোয়াড় এবং তখন থেকেই ফুটবলপ্রেমীদের প্রিয় ছিলেন তিনি। তিনি ছিলেন দেশের সেরা একজন মিডফিল্ডারদের। আমরা তাকে ২০১৮ সালে আমাদের সর্বোচ্চ পুরস্কার বঙ্গবিভূষণ প্রদান করতে পারি। আমি তার পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।’

 

Latest article