প্রয়াত হলেন ‘সুলভ’-এর স্রষ্টা বিন্দেশ্বর পাঠক

প্রথম জীবনে তিনি গান্ধী সেন্টেনারি কমিটিতে কাজ করতেন। মহাত্মা গান্ধীকে জীবনের আদর্শ বলে মেনে এসেছেন সারাজীবন।

Must read

প্রয়াত হলেন বিশিষ্ট সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (Dr. Bindeshwar Pathak)। মঙ্গলবার দিল্লির এইমস (AIIMS) হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওলে জানা গিয়েছে। বিন্দেশ্বর পাঠকের সংস্থা সুলভ ইন্টারন্যাশনাল দেশ জুড়ে এক অভাবনীয় বিপ্লব তৈরি করেছিল। শহরে শৌচালয় তৈরি শুধু নয়, মানবাধিকার, পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রয়েছে তাঁর।

আরও পড়ুন-প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব

আজ, মঙ্গলবার সকালে স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিয়েছিলেন ড. পাঠক। পতাকা উত্তোলন করার পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। খুব তাড়াতাড়ি এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। সারাজীবন তিনি সমাজ ও পরিবেশ রক্ষায় নিজেই যুক্ত রেখেছেন।

আরও পড়ুন-দেশবাসীকে শুভেচ্ছা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

প্রসঙ্গত, পাঠকের উদ্যোগে ১৭৪৯ টি শহরে কমপক্ষে ১ লক্ষ ৬০ হাজারের বেশি শৌচালয় তৈরি হয়েছিল। স্টকহোম ওয়াটার প্রাইজ-এর মতো স্বীকৃতি পেয়েছিলেন তিনি। পেয়েছিলেন এনার্জি গ্লোবাল অ্যাওয়ার্ড, দুবাই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। প্যারিসের ফরাসি সেনেট থেকে পেয়েছিলেন লেজেন্ড অব প্ল্যানেট সম্মান। ১৪ এপ্রিল দিনটি বিন্দেশ্বর পাঠক ডে হিসেবে পালিত হয় নিউ ইয়র্কে। প্রথম জীবনে তিনি গান্ধী সেন্টেনারি কমিটিতে কাজ করতেন। মহাত্মা গান্ধীকে জীবনের আদর্শ বলে মেনে এসেছেন সারাজীবন।

Latest article