পথে ইলেকট্রিক বাস

এই দুয়ের সাঁড়াশি চাপে কার্যত নাভিশ্বাস উঠে গিয়েছে গণপরিবহণের। এর জন্য ইলেকট্রিক বাস এবং সিএনজি চালিত বাসে জোর দিচ্ছে রাজ্য সরকার।

Must read

পিপিপি মডেলে রাজ্যে এবার ৬টি রুটে নতুন ই-বাস (bus)  নামাতে চলেছে পরিবহণ দফতর (transport department)। ৬টি রুটে সবমিলিয়ে নতুন ১৫টি বাস চলবে। এই প্রকল্পের বাসগুলি চালাবে বেসরকারি সংস্থা। তবে তাঁদের সরকার নির্ধারিত ভাড়ায় চালাতে হবে এই বাসগুলি।

আরও পড়ুন-পথে অ্যাপেই গাড়ির কাগজপত্রের পরীক্ষা

বাসচালকের দায়িত্ব থাকবে বেসরকারি সংস্থার হাতে। আর কন্ডাক্টর দেবে রাজ্য পরিবহণ নিগম। সেই সঙ্গে পরিকাঠামোর দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার হাতেই। একদিকে ক্রমবর্ধমান দূষণ, পাশাপাশি লাগামছাড়া জ্বালানি খরচ। এই দুয়ের সাঁড়াশি চাপে কার্যত নাভিশ্বাস উঠে গিয়েছে গণপরিবহণের। এর জন্য ইলেকট্রিক বাস এবং সিএনজি চালিত বাসে জোর দিচ্ছে রাজ্য সরকার।

Latest article