পথে অ্যাপেই গাড়ির কাগজপত্রের পরীক্ষা

নিরাপত্তার বিষয়ে জোর দিতে কলকাতায় আগেই চালু হয়েছে এই ব্যবস্থা। হুগলি পুলিশও এবার থেকে এভাবে খতিয়ে দেখবে পথচলতি গাড়ির নাড়িনক্ষত্র।

Must read

সংবাদদাতা, হুগলি : কলকাতার পর হুগলিতে। গাড়ির কাগজপত্র ঠিকঠাক আছে কি না এবার নম্বর স্ক্যান করেই দেখে নেবে পুলিশ। রাস্তায় কর্তব্যরত ট্রাফিক সার্জেনের হাতেই থাকে এই যন্ত্র। তাতে থাকে ক্যামেরাও। ওই ক্যামেরাতেই গাড়ির ব্লু বুকের বারকোড স্ক্যান করেই লাইসেন্স-সহ গাড়ির খঁটিনাটি জানা যায়।

আরও পড়ুন-তৃণমূল নেতাকে হত্যার হুমকি

নিরাপত্তার বিষয়ে জোর দিতে কলকাতায় আগেই চালু হয়েছে এই ব্যবস্থা। হুগলি পুলিশও এবার থেকে এভাবে খতিয়ে দেখবে পথচলতি গাড়ির নাড়িনক্ষত্র। সোমবার থেকেই চালু হয়েছে এই ব্যবস্থা। হুগলি জেলার গ্রামীণ পুলিশ, চন্দননগর কমিশনারেট এবং হুগলি জেলার ট্রাফিক বিভাগও কাজ শুরু করেছে। প্রথমদিন কাজ শুরু করেই একাধিক গাড়ি আটকায় পুলিশ। খতিয়ে দেখা হয় কাগজপত্র। পুলিশের চেকিং দেখে অন্য পথে গাড়ি ঘোরানোর চেষ্টা করলেও ধরে ফেলা হয় বেশ কয়েকটি গাড়িকে। রাজ্যের অন্য জেলাতেও এই আধুনিক ব্যবস্থা শিগগিরই চালু করবে প্রশাসন।

Latest article