প্রতিবেদন : জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি এবং শহরের রাস্তায় ক্রমাগত বাসের সংখ্যা কমে যাওয়া সমস্যার মোকাবিলায় এবার রাজ্যেই তৈরি হবে বৈদ্যুতিন ই-বাস। মুর্শিদাবাদের রেজিনগরের ৫০ একর জমিতে প্রায় ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ ওই বাস কারখানা গড়ে উঠবে। দক্ষিণ ভারতের একটি বেসরকারি সংস্থা ওই কারখানা তৈরি ব্যাপারে বৃহস্পতিবার রাজ্য সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করল। নিউটাউনে বিশ্ববাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে, রাজ্যের পরিবহণ দফতরের সঙ্গে কৌশিস মবিলিটি প্রাইভেট লিমিটেড নামক সংস্থার মধ্যে ওই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সংস্থার সিইও রবি কুমার পাঙ্গা জানিয়েছেন, আগামী দু’বছরের মধ্যে ওই কারখানা গড়ার কাজ শেষ হবে। সেখানে প্রায় ৪ হাজারের বেশি কর্মসংস্থান হবে।
আরও পড়ুন-হাসিনা পাঠালেন মিষ্টি
সমস্যার সমাধানে আরও বেশি পরিমাণে ইলেকট্রিক বাস রাস্তায় নামতে চাইছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, এই লক্ষ্যে রাজ্য সরকার ইলেকট্রিক বাস তৈরির কারখানা কথা আগেই ঘোষণা করেছিল। সেইমতো রাজ্যের জমি দেখতে শুরু করে দেয় এই বেসরকারি সংস্থা। কৌশিস ই-মবিলিটি প্রাইভেট লিমিটেড সংস্থার সিইও রবি কুমার পাঙ্গা জানিয়েছেন, ‘‘আমরা প্রায় ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করব৷ আমাদের জমি পছন্দ হয়েছে৷ আগামী দু’বছরে কাজ শেষ হয়ে যাবে। প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রায় ৬০০০০ ব্যক্তির কর্মসংস্থান হবে।’’ সংস্থার সিইও জানিয়েছেন, ‘‘আমরা ইতিমধ্যেই মুর্শিদাবাদের রেজিনগরের শিল্প উন্নয়নের জমি পরিদর্শন করে এসেছি। আমাদের চাহিদা ছিল নদী বা সমুদ্রবন্দরের কাছে কোনও জমি। আমাদের সংস্থাকে ইতিমধ্যেই বেশ কয়েক জায়গায় জমি দেখানো হয়েছে। তবে আমাদের রেজিনগরের জমি পছন্দ হয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে, ৫০ একর জমিতে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে ই-বাস কারখানা গড়ার।” রাজ্য পরিবহণ দফতরের এক শীর্ষ আধিকারিক জানান, পেরু, ইজরায়েল-সহ বিভিন্ন দেশে ইলেকট্রিক বাস সরবরাহকারী এই সংস্থার সঙ্গে তাই বিশ্ববঙ্গ রাজ্য সম্মেলনে মউ স্বাক্ষর করা হল।