হাসিনা পাঠালেন মিষ্টি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সখ্য বহুচর্চিত। তাঁদের মধুর সম্পর্ককে আরও মিষ্টি করে তুলল গোপালগঞ্জের দত্তের দোকান।

Must read

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সখ্য বহুচর্চিত। তাঁদের মধুর সম্পর্ককে আরও মিষ্টি করে তুলল গোপালগঞ্জের দত্তের দোকান। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাঁর হাত দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উপহার হিসেবে দত্ত মিষ্টান্ন ভাণ্ডারের বিখ্যাত হলুদ সন্দেশ পাঠিয়েছেন শেখ হাসিনা। দত্তের হলুদ মিষ্টির স্বাদে মাত মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-আসুন দুর্গাপুজোয়

২০ কেজি সন্দেশ খাইয়ে ছেড়েছেন সতীর্থ-সহকর্মী-অতিথিদেরও। নৈশভোজে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হতেই আবেগাপ্লুত মুখ্যমন্ত্রী দেশ-বিদেশের অতিথিদের সামনেই বঙ্গবন্ধুকন্যার পাঠানো মিষ্টির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শেখ হাসিনা প্রচুর মিষ্টি পাঠিয়েছেন। তার মধ্যে হলুদ মিষ্টিটা এত ভাল যে, আমি অনেককেই পাঠিয়েছি। সকলেই খেয়ে খুব খুশি। পদ্মাপারের বাণিজ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী হাসিনার স্বাস্থ্যের খবরাখবরও নেন।

Latest article