বঙ্গ

ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি বিদ্যুৎ দফতর

প্রতিবেদন : সপ্তাহের শুরতেই কালীপুজো। এরই মধ্যে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। উৎসবের মরশুমে ঘূর্ণিঝড় পরিস্থিতির মোকাবিলায় শুক্রবার দুপুরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসে রাজ্যের বিদ্যুৎ দফতর। সল্টলেকের বিদ্যুৎ ভবনে আয়োজিত এই বৈঠকে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠকে জেলার সমস্ত কর্তারাও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। বৈঠকে সব বিদ্যুৎ সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিদ্যুৎ মন্ত্রী গোটা ব্যবস্থা খুঁটিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশও দেন।

আরও পড়ুন-দীপাঞ্চলের মানুষকে সরানো হবে

বৈঠকের পর সাংবাদিক বৈঠকে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় তাঁর দফতর পুরোপুরি তৈরি। ২২ তারিখ শনিবার থেকে বিদ্যুৎ ভবনে চালু থাকছে ২৪ ঘন্টার কন্ট্রোলরুম। দফতরের সব কর্মীর ছুটি এই আপতকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে। সব সাবস্টেশন ও কাস্টমার কেয়ার সেন্টারগুলি খোলা থাকবে। মোট ৬৯ হাজার ৮১৭ জন কর্মী ২৪ ঘন্টার জন্য মোতায়েন থাকবেন যে কোনও প্রয়োজনে। সব মিলিয়ে গোটা রাজ্যে দফতরের ১৫৮২ টি অফিস খোলা থাকবে এই সময়ে। এছাড়া জরুরি ভিত্তিতে ৫২ হাজার ৫৬৮টি বিদ্যুতের খুঁটি, ৫ হাজার ৪৮০ কিলোমিটার লম্বা তার এবং প্রায় সাত হাজার ট্রান্সফরমার জেলাগুলিতে আগাম পাঠানো হয়েছে।

আরও পড়ুন-কালীপুজোয় বাজার বাড়ছে বিকল্প প্লাস্টিকের জবার মালার

সিইএসসি-র তরফেও কলকাতার সব বরো অফিসে প্রায় পাঁচ হাজার কর্মী থাকবেন। এর পাশাপাশি রাজ্যের উপকূলবর্তী জেলাকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। সবমিলিয়ে আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় পুরো তৈরি হয়েই নেমেছে বিদ্যুৎ দফতর। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের সিএমডি শান্তনু বোস সহ বিদ্যুৎ দফতর ও সিইএসসি-র উচ্চপদস্থ আধিকারিকরা।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago