ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি বিদ্যুৎ দফতর

উৎসবের মরশুমে ঘূর্ণিঝড় পরিস্থিতির মোকাবিলায় শুক্রবার দুপুরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসে রাজ্যের বিদ্যুৎ দফতর।

Must read

প্রতিবেদন : সপ্তাহের শুরতেই কালীপুজো। এরই মধ্যে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। উৎসবের মরশুমে ঘূর্ণিঝড় পরিস্থিতির মোকাবিলায় শুক্রবার দুপুরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসে রাজ্যের বিদ্যুৎ দফতর। সল্টলেকের বিদ্যুৎ ভবনে আয়োজিত এই বৈঠকে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠকে জেলার সমস্ত কর্তারাও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। বৈঠকে সব বিদ্যুৎ সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিদ্যুৎ মন্ত্রী গোটা ব্যবস্থা খুঁটিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশও দেন।

আরও পড়ুন-দীপাঞ্চলের মানুষকে সরানো হবে

বৈঠকের পর সাংবাদিক বৈঠকে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় তাঁর দফতর পুরোপুরি তৈরি। ২২ তারিখ শনিবার থেকে বিদ্যুৎ ভবনে চালু থাকছে ২৪ ঘন্টার কন্ট্রোলরুম। দফতরের সব কর্মীর ছুটি এই আপতকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে। সব সাবস্টেশন ও কাস্টমার কেয়ার সেন্টারগুলি খোলা থাকবে। মোট ৬৯ হাজার ৮১৭ জন কর্মী ২৪ ঘন্টার জন্য মোতায়েন থাকবেন যে কোনও প্রয়োজনে। সব মিলিয়ে গোটা রাজ্যে দফতরের ১৫৮২ টি অফিস খোলা থাকবে এই সময়ে। এছাড়া জরুরি ভিত্তিতে ৫২ হাজার ৫৬৮টি বিদ্যুতের খুঁটি, ৫ হাজার ৪৮০ কিলোমিটার লম্বা তার এবং প্রায় সাত হাজার ট্রান্সফরমার জেলাগুলিতে আগাম পাঠানো হয়েছে।

আরও পড়ুন-কালীপুজোয় বাজার বাড়ছে বিকল্প প্লাস্টিকের জবার মালার

সিইএসসি-র তরফেও কলকাতার সব বরো অফিসে প্রায় পাঁচ হাজার কর্মী থাকবেন। এর পাশাপাশি রাজ্যের উপকূলবর্তী জেলাকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। সবমিলিয়ে আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় পুরো তৈরি হয়েই নেমেছে বিদ্যুৎ দফতর। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের সিএমডি শান্তনু বোস সহ বিদ্যুৎ দফতর ও সিইএসসি-র উচ্চপদস্থ আধিকারিকরা।

Latest article