সংবাদদাতা মালদহ : পাঁচ হাজারের বেশি পরিবারকে বিদ্যুৎ সংযোগ, সৌজন্যে দুয়ারে সরকার। রাজ্য সরকারের এই কর্মসূচি শিবিরের মাধ্যমে আবেদনের ভিত্তিতে মালদহে পাঁচ হাজার পাঁচশো ছয়টি পরিবারকে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গোটা জেলাজুড়ে ৬ হাজার ৮৫২টি গ্রাহকের বিদ্যুতের বকেয়া বিলে নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে দফতরের ছাড় দিয়ে আয় হয়েছে আনুমানিক ৪ কোটি টাকা।
আরও পড়ুন-বিরাটকে প্রথম দেখে অহঙ্কারী মনে হয়েছিল, অকপট ডিভিলিয়ার্স
জেলা বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, দুয়ারে সরকারের শিবিরে গোটা জেলা জুড়ে নতুন করে বিদ্যুৎসংযোগ নেওয়ার জন্য মোট ১৩ হাজারের বেশি মানুষ আবেদন করেছিলেন। তবে নানা সমস্যা থাকার কারণে ৮ হাজারের বেশি আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বাকি পাঁচ হাজারের বেশি পরিবার উপকৃত হয়েছেন। মালদহ জেলার গাজল, হবিবপুর, হরিশচন্দ্রপুর, কালিয়াচক, পুরাতন মালদহ, মানিকচক সহ ১৫টি ব্লক জুড়ে গড়ে প্রায় ৪০০টি পরিবার এই সুবিধা পেয়েছেন। তবে গাজোল ব্লকে ৫০০-র বেশি বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে। আর এনিয়ে রাজ্য সরকারের বিদ্যুৎ দফতরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিদ্যুৎসংযোগ পাওয়া মানুষজন। বিদ্যুৎ বণ্টন কোম্পানির মালদহ রিজিওনাল ম্যানেজার উজ্বল রায় বলেন, দুয়ারে সরকারের কর্মসূচির ফলেই এই সাফল্য এসেছে। জেলায় পাঁচ হাজারের বেশি বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে।