বিরাটকে প্রথম দেখে অহঙ্কারী মনে হয়েছিল, অকপট ডিভিলিয়ার্স

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরাটের প্রাক্তন সতীর্থ স্বীকার করেছেন, প্রথম সাক্ষাতে কোহলিকে অহঙ্কারী মনে হয়েছিল তাঁর।

Must read

বেঙ্গালুরু, ২৮ মার্চ : বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটে এই সময়ের অন্যতম সেরা ব্যাটার। সর্বকালের সেরা হওয়ার দৌড়েও রয়েছেন তিনি। ভাল ক্রিকেটার হওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও একজন ভাল মানুষ হয়ে উঠেছেন বিরাট। কিন্তু ক্রিকেটার হিসেবে শুরুর দিনগুলিতে তাঁকে ঠিকমতো বুঝে উঠতে পারেননি অনেকেই। শুরুর দিকে বিরাট যে শান্ত স্বভাবের ছিলেন না, তা সকলেরই জানা। মানুষ হিসেবে বিরাটকে অহঙ্কারী মনে হয়েছিল অনেকেরই। তাঁদেরই একজন এবি ডিভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরাটের প্রাক্তন সতীর্থ স্বীকার করেছেন, প্রথম সাক্ষাতে কোহলিকে অহঙ্কারী মনে হয়েছিল তাঁর।

আরও পড়ুন-সব অ-বিজেপি দলকে একজোট হওয়ার ডাক

আরসিবি-র একটি অনুষ্ঠানে ডিভিলিয়ার্সের কাছে বিরাট সম্পর্কে জানতে চান ক্রিস গেইল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘যখন আমি প্রথমবার বিরাটের সঙ্গে দেখা করি তখন ওকে বেশ উদ্ধত এবং অহঙ্কারী মনে হয়েছিল। কিন্তু আমি ধীরে ধীরে যখন ওকে চিনতে শুরু করলাম এবং ওর খেলা কাছ থেকে দেখলাম, তখন মানুষ হিসেবে ওকে আরও ভাল করে চিনতে শুরু করলাম। ওর প্রতি শ্রদ্ধা বেড়ে যায়।’’
গেইলের সঙ্গে আলাপচারিতায় এবি আরও বলেছেন, ‘‘যখন বিরাটের সঙ্গে প্রথম দেখা করি, আমার মনে হয়েছিল ওর চারপাশে তখন একটা বেড়া ছিল। পরে সেই বেড়াটা ভেঙে যায় এবং মানুষ বিরাটকে ভাল করে বুঝতে পারি। ও এখন সেরা একজন মানুষ। কিন্তু আমার প্রথম ধারণা ছিল উফফ! মনে হয়েছিল, ওকে মাটির কাছাকাছি থাকা উচিত।’’

Latest article