ভেঙে ফেলা হচ্ছে এলিট সিনেমা

২০১৮ সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় এই সিনেমা হল এলিট। করোনাভাইরাসের সময় কলকাতা পুরসভা এলিট সিনেমা হল টিকাকেন্দ্র হয়ে উঠেছিল

Must read

এলিট সিনেমা (Elite Cinema) আজও কলকাতার একটি বিশেষ ল্যান্ডমার্ক। ধর্মতলার এলিট সিনেমা হলের বাড়িটি এবার ভাঙা হচ্ছে। বেশ কয়েকবছর হল এখানে আর সিনেমা আর আসে না। চ্যাপলিন, ওরিয়েন্ট, প্যারাডাইস, লাইটহাউস, রক্সি, গ্লোব সিনেমা হলগুলি আগেই ধর্মতলা থেকে উঠে গিয়েছে। এবার সেই তালিকায় যোগ হচ্ছে এলিট সিনেমা হল। হলটির পুরনো বাড়ি ভাঙার কাজ শেষের পথে। সেখানে আধুনিক শপিং মল হতে চলেছে। একটি বহুজাতিক সংস্থা এই জায়গাটি কিনেছে। ১৯৪০ সালে এলিট সিনেমা হল শুরু করে। এখানে বহু ক্লাসিক ছবি রিলিজ হয়েছে।

আরও পড়ুন-হরিয়ানা ও পঞ্জাব সীমান্তে কৃষকদের ওপরে ড্রোনের মাধ্যমে কাঁদানে গ্যাস, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

এলিট সিনেমার একদিকে নিউ মার্কেট অন্যদিকে কলকাতা পুরসভা–সহ বেশ কয়েকটি জায়গা রয়েছে। নতুন প্রজন্মের সামনে তৈরী হবে শপিং মল। ২০১৮ সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় এই সিনেমা হল এলিট। করোনাভাইরাসের সময় কলকাতা পুরসভা এলিট সিনেমা হল টিকাকেন্দ্র হয়ে উঠেছিল। সোমবার ক্রেন দিয়ে ভাঙা শুরু হয়েছে এলিট। শপিং মল হওয়ার পরেও নাম পরিবর্তন হবে কিনা সেই নিয়ে যদিও এখনও কিছু জানা যায় নি।

 

Latest article