চুক্তি বাতিল মাস্কের

Must read

ট্যুইটার কিনছেন না এলন মাস্ক (Twitter- Elon Musk)। বাতিল করেছেন ৪৪০০ কোটি ডলারের চুক্তি। মাস্কের পক্ষ থেকে বলা হয়েছে, ট্যুইটার ভুয়ো অ্যাকাউন্টের সুনির্দিষ্ট কোনও তথ্য তাঁকে দিতে পারেনি। সে কারণেই চুক্তি বাতিলের সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তের পর ট্যুইটার তাঁকে হুমকি দিয়েছে বলে মাস্কের অভিযোগ। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ট্যুইটার কেনার কথা ঘোষণা করেছিলেন মাস্ক। ট্যুইটার কেনার সময় মাস্ক (Twitter- Elon Musk) স্পষ্ট জানিয়েছিলেন, এই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা কত সে বিষয়ে তাঁকে বিস্তারিত তথ্য দিতে হবে। কিন্তু সেই তথ্য হাতে না পাওয়ার কারণে তিনি চুক্তি বাতিল করেছেন। অবশ্য তিনি এটাও বলেছেন যে, এটা এক সাময়িক সিদ্ধান্ত। অন্যদিকে ট্যুইটার কর্তৃপক্ষের দাবি, মোট ব্যবহারকারীর মধ্যে ভুয়ো গ্রাহকের সংখ্যা ৫ শতাংশেরও কম।

আরও পড়ুন:অমরনাথে এখনও অনেকে নিখোঁজ, চলছে উদ্ধার

Latest article