ট্যুইটার কর্তা এলন মাস্ক এখন আর বিশ্বের এক নম্বর ধনী নন। সেই জায়গা দখল করেছেন প্যারিসের এলভিএমএইচের কর্ণধার বার্নার্ড অর্নোল্ট (Bernard Arnault)। ধনীদের তালিকায় মাস্ক এখন দু’নম্বরে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৬৮ কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার কোটি টাকা। অন্যদিকে বার্নার্ড অর্নোল্টের (Bernard Arnault) সম্পদের পরিমাণ প্রায় ১৭২ কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১ হাজার কোটির কাছাকাছি। ট্যুইটার কেনার পর থেকেই লোকসান হচ্ছে মাস্কের। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নাকি চলতি বছরে প্রতি দিন ২,৫০০ কোটি টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেছে আমেরিকার সংবাদমাধ্যম ব্লুমবার্গ। ব্লুমবার্গের দেওয়া তথ্য বলছে, ধনকুবেরদের তালিকায় সবচেয়ে বেশি সম্পত্তি হারিয়েছেন টেসলা-কর্তা মাস্ক। ঘটনার জেরে টেসলার শেয়ারের দরেও পতন ঘটেছে।
আরও পড়ুন-ভারত-চিন সীমান্ত সংঘাত : বার্তা দিল পেন্টাগন-রাষ্ট্রসংঘ